Used cars for sale: পুরাতন গাড়ি বিক্রির নিয়মে আসছে বদল! খরচ বাড়লেও মিলবে বাড়তি সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Used cars for sale new rules: এবার রাজ্যে পুরনো গাড়ি বিক্রি (Used cars for sale) নিয়ে এলো নতুন নিয়ম। এই বিষয়ে রাজ্য পরিবহণ দফতর সত্যি গুরত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আসলে ক্রয় বিক্রয়কারী সংস্থাগুলির জন্য এসব নতুন নিয়ম আনা হচ্ছে। এর পেছনের মূল উদ্দেশ্য হলো গাড়ি বা বাইক বিক্রি করার পরে সম্পূর্ণ দায়মুক্ত থেকে যাবেন বিক্রেতা। ফলে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তাদের। একই রকম ভাবে গাড়ি বিক্রয় সংস্থাও দায়মুক্ত থাকবে। সংশ্লিষ্ট সংস্থাকে ব্যবসার লাইসেন্সের জন্য দিতে হবে কিছু পরিমাণ মূল্য। রাজ্যের আধিকারিকদের মতে এই নতুন নিয়মের ফলে বাড়তে পারে রাজস্ব।

Advertisements

রাজ্যের পরিবহন দফতর সূত্রে জানা গেছে যে, যে সংস্থাটি লাইসেন্স পাবে তারা যতক্ষণ না অন্য কাউকে পুরোনো গাড়িটি বিক্রি (Used cars for sale) করছে ততক্ষণ পর্যন্ত গাড়িটির অধিকার সংশ্লিষ্ট কোম্পানিটির থাকবে। সকল নথিপত্র সংস্থার হাতেই থাকবে। যখন কোন ব্যক্তি ওই সংস্থাকে গাড়ি বিক্রি করবে তখন দুজনের মধ্যে চুক্তি সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সংস্থাটি গাড়িটির মালিক হিসেবে পরিচিত হবে। যদি কেউ একবার সংস্থাকে গাড়ি বিক্রি করে দেয় তাহলে বিক্রেতা সম্পূর্ণভাবে চাপমুক্ত হবে। নতুন নিয়মে বিক্রেতার আর ক্রেতা দুজনেই চাপমুক্ত থাকবেন।

Advertisements

উল্লেখ্য যে, চলতি বছরের ব্রেকিং নিউজ হলো আসানসোলে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল প্রশ্ন উঠছে সেই গাড়ির মালিকানা নিয়ে। অভিযোগ উঠেছে যে গাড়িটি সম্পর্কে সঠিক তথ্য না জানার ফলে তদন্ত এর কাজ এখনো যাচ্ছে না। সেই কারণেও রাজ্য সরকার চাইছে যে, গাড়ির যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখতে। আসানসোলের ঘটনা রাজ্যকে নতুন নীতি কার্যকর করতে বাধ্য করেছে। এখান থেকে রাজ্য শিক্ষা নিয়েছে।

Advertisements

রাজ্য পরিবহন দফতর নতুন নিয়মে গাড়ি বিক্রি (Used cars for sale) বা মালিকানা সম্পর্কে যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখবে। এর দায়িত্ব পেয়েছে আরটিও বা এআরটিও। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ৫৫ জন আরটিও এবং এআরটিওকে এই ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার থেকে প্রতিমাসে পুরনো যেসব গাড়ি কেনা বেচা হবে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য লিখিত আকারে এবং ডিজিটাল পদ্ধতিতে পরিবহণ দফতরের কাছে জমা থাকবে। যার জন্য পুরনো গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য পরিবহণ দফতরের কাছে থাকবে, তেমনটাই দফতরের রাজস্বও বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা।

Advertisements