শিক্ষক হন বা পড়ুয়া, ক্লাসে মোবাইল ব্যবহার নিয়ে জারি নতুন নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন : স্কুলের মধ্যে মোবাইল নিয়ে পড়ুয়াদের ক্লাস করানো যাবে না, এমন নির্দেশিকা গত অক্টোবর মাসের ৩১ তারিখে দেওয়া হয়েছিল বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবার একই পথে হাঁটলো রাজ্য শিক্ষা দপ্তর।

তবে এবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে মোবাইল ব্যবহারে বিশেষ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষক ছাড়াও পড়ুয়াদের ক্ষেত্রেও। সোমবার স্কুল শিক্ষা দপ্তর ২২ পাতার একটি বিজ্ঞপ্তি জারি করে মোবাইল ব্যবহারে বিধি-নিষেধ ছাড়াও আরো অনেকগুলি ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে। ২২ পাতার বিজ্ঞপ্তির এই নিয়মাবলী আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে বলে জানা গিয়েছে শিক্ষা দপ্তর সূত্রে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলের মধ্যে মোবাইল ব্যবহার ছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয়টি হল স্কুলে ‘উপস্থিতি’। রাজ্যের সরকারি স্কুল শুরু হয় ১০ টা ৫০ মিনিটে। নির্দেশিকা অনুসারে এবার থেকে প্রত্যেক পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে ঢুকতে হবে ১০ টা ৪০ এর মধ্যে, প্রার্থনায় অংশ নিতে হবে। আর কোনো কারণবশত দেরী হলেও ১১ টার মধ্যে ঢুকতে না পারলে অনুপস্থিত ঘোষণা হবে।

মোবাইল ব্যবহারের ক্ষেত্রে পড়ুয়ারা কোনভাবেই স্কুলের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেও লাগু হয়েছে নতুন নিয়ম। ক্লাসে পড়ানো অথবা ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা করার সময় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে। যদি খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।

স্কুলের মধ্যে অতিরিক্ত মোবাইল ব্যবহার, পড়াশোনায় ফাঁকিবাজি ইত্যাদি সম্প্রতি নানান অভিযোগ খতিয়ে দেখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নতুন নির্দেশিকা বানানোর নির্দেশ দেন। গত ৯ তারিখে সেই নির্দেশিকায় সিলমোহর দেন পার্থ চট্টোপাধ্যায়।