নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে ভারতের মতো দেশের অধিকাংশ বাসিন্দাদের কাছেই পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। আবার এই বিপুলসংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে বড় অংশের মানুষ ব্যবহার করে থাকেন স্মার্টফোন। একইভাবে অধিকাংশ গ্রাহকদের কাছে আনলিমিটেড কল সহ অন্যান্য বিভিন্ন সুবিধা থাকার কারণে খুব একটা USSD-এর ব্যবহার হয় না।
তবে এই USSD কে ব্যবহার করেই ইদানিং কালে বিভিন্ন ধরনের প্রতারণার মতো ঘটনা ঘটে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এবার টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) USSD পরিষেবায় বদল (USSD New Declaration) আনার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বহু গ্রাহক রয়েছেন যারা প্রতারণার মতো ঘটনা থেকে রক্ষা পাবেন বা বেঁচে যাবেন।
USSD মোবাইল ফোন ব্যবহারকারীরা মূলত ব্যালেন্স দেখা থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। অন্যান্য যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো ফোনের আইএমইআই নম্বর দেখা। এছাড়াও অনেকেই রয়েছেন যারা USSD ব্যবহার করে কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে থাকেন। আর এই বিষয়টিকে কাজে লাগিয়েই প্রতারণার ঘটনা ঘটে চলেছে।
USSD ব্যবহার করে কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ করার পর প্রতারণার ঘটনা ঘটানোর একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার টেলিকমিউনিকেশন বিভাগ মনে করছে, কল ফরওয়ার্ডিং করার ক্ষেত্রে USSD সুবিধা কিছু অনুপযুক্ত উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে। তাই আগামী ১৫ এপ্রিল ২০২৪ থেকে এই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গত ২৮ মার্চ এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
গত ২৮ মার্চ টেলিকমিউনিকেশন বিভাগের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকায় বলা হয়েছে, যারা USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং পরিষেবা ব্যবহার করে থাকেন তাদের বিকল্প পদ্ধতির মাধ্যমে কল ফরওয়ার্ডিং পরিষেবা দেওয়া উচিত। অন্যদিকে USSD পরিষেবার ক্ষেত্রে কেবলমাত্র কল ফরওয়ার্ডিং বন্ধ হবে ব্যবহারকারীদের। এক্ষেত্রে অন্যান্য পরিষেবা অর্থাৎ ব্যালেন্স দেখা ইত্যাদি আগের মতোই চালু থাকবে।