বিগত কয়েক মাস ধরে লাগাতার রেপোরেট (Repo rate) বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এরফলে গাড়ি, বাড়ি-সহ একাধিক ঋণের কিস্তি আরও বেড়ে গিয়েছে। এর পাশাপাশি ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হারও বৃদ্ধি পেয়েছে৷ দেশের বড় বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের থেকে ছোট ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে।
তবে স্টেট ব্যাঙ্ক (State Bank), আইসিআইসিআই (ICICI), এইচডিএফসি (HDFC), পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের (PNB) পক্ষ থেকে কম সুদ দেওয়া হচ্ছে৷ কিন্তু ছোট ছোট ব্যাঙ্কগুলি এই বড় ব্যাঙ্কের তুলনায় বেশি টাকা ফিক্সড ডিপোজিটে সুদ (Interest) দিচ্ছে। তার মধ্যে ফিক্সড ডিপোজিটে সব থেকে বেশি সুদ দিচ্ছে উৎকর্ষ ব্যাঙ্ক।
সম্প্রতি ২ কোটি টাকার নিচের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (FD)-এ সুদের হার বৃদ্ধি করল উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭০০ দিনের মেয়াদের ডিপোজিটে অ-প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৯.০০ শতাংশ সুদের হার দিচ্ছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে নতুন ফিক্সড ডিপোজিট সুদের হার ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে কার্যকর হয়েছে।
৫ বছর থেকে ১০ বছর মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের উপর ব্যাঙ্ক ৭.০০ শতাংশ সুদের হার অফার করে থাকে। একই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ সুদের হার পাবে। ৭০১ দিন থেকে ৫ বছর সময়ের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৫০ শতাংশ সুদের হার দেবে। প্রবীণ নাগরিকরা ৮.২৫ শতাংশ সুদের হার পাবে।
৭০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ সুদের হার দেবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পে প্রবীণ নাগরিকরা ৯.০০ শতাংশ সুদের হার পাবে। ৩৬৫ থেকে ৬৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৭৫ শতাংশ সুদের হার দেওয়া হবে। একই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৮.৫০ শতাংশ সুদের হার পাবে।
১৮১ দিন থেকে ৩৬৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। এখন, একই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৭.২৫ শতাংশ সুদের হার পাবে। ৯১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (FD) উপর ৫.৫০ শতাংশ সুদের হার দেওয়া হবে। আবার, একই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৬.২৫ শতাংশ সুদের হার পাবে।
৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৪.৭৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে। অন্যদিকে, একই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৫.৫০ শতাংশ সুদের হার পাবে ব্যাঙ্ক ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের উপর ৪.০০ শতাংশ সুদের হার অফার করছে। অপরদিকে, একই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৪.৭৫ শতাংশ সুদের হার পাবে।