Underground Mud House: এই দোতলা বাড়ি তৈরি করতে লাগে ১১ বছর, তফাৎ এটি মাটির নিচে

Prosun Kanti Das

Published on:

After 11 years of effort, A Man built a two-storied mud house under the ground: মাটির তলায় দোতলা বাড়ি(Underground Mud House)! এই কথা শুনেই বোধ হয় অনেকেরই আশ্চর্য লাগবে। কিন্তু এমনই এক অদ্ভুত বাড়ি তৈরি করেছেন উত্তরপ্রদেশের হরদই জেলার ইরফান আহমেদ। নিজের হাতে মাটি কেটে তিনি এই বাড়ি বানিয়েছেন। ১১ বছরের পরিশ্রমে তিনি এই বাড়ি তৈরি করতে সক্ষম হয়েছেন। ২০১১ সালে ইরফান আহমেদ এই বাড়ি তৈরির কাজ শুরু করেন। একটি পরিত্যক্ত জমিতে তিনি এই বাড়ি তৈরি করেছেন। প্রথমে তিনি একটি ছোট ঘর তৈরি করেন। তারপর ধীরে ধীরে তিনি বাড়িটি বাড়াতে থাকেন। বাড়িটি তৈরি করতে তিনি মাটির পাশাপাশি ইট, সিমেন্ট, কাঠ, লোহা ইত্যাদিও ব্যবহার করেছেন।

বাড়িটিতে ১১টি ঘর রয়েছে। প্রতিটি ঘরেই টেবিল, চেয়ার, জানালা, বাথরুম, রান্নাঘর ইত্যাদি রয়েছে। বাড়ির ভেতরে একটি কুয়োও আছে। কুয়ো থেকে জল তুলে রান্না করা হয়। বাড়ির বাইরে একটি বাগানও রয়েছে। ইরফান আহমেদ বলেন, তিনি এই বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন অনেকদিন ধরে। তিনি মনে করেন, মাটির তলায় (Underground Mud House) বাড়ি তৈরি করলে তা অনেক বেশি শীতল ও আরামদায়ক হবে। এছাড়াও, মাটির তলায় বাড়ি তৈরি করলে তা ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা পাবে।

ইরফানের বাড়ি তৈরির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তার কাজকে অস্বাভাবিক বলেও মন্তব্য করেছেন। ইরফান আহমেদের এই বাড়ি ভারতে একটি নতুন ধারণার সূচনা করেছে। তিনি দেখিয়েছেন যে, মাটির তলায়ও (Underground Mud House) সুন্দর ও আরামদায়ক বাড়ি তৈরি করা সম্ভব।

এই অদ্ভুত ভিডিয়ো দেখে অবাক গোটা নেট দুনিয়া। কয়েকজন বলেছেন বেশ সুন্দর বানিয়েছেন বাড়িটি। তবে একজন লিখেছেন, পুরো তো আন্ডারওয়ার্ল্ড। অপর একজন মন্তব্য করেছেন ভারতে কি এটা সম্ভব। তবে সূত্রের মাধ্যমে জানা যায়, ওই ব্যক্তি বিগত দিনে ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু হেরে যান। এরপর তাঁর মাথায় খেয়াল চাপে কিছু করতে হবে। আর তারপরই মাটির তলায় বাড়ি (Underground Mud House)তৈরির উদ্যোগ।

ইরফান আহমেদের বাড়ি ভারতে একটি নতুন ধারণার সূচনা করেছে। তিনি দেখিয়েছেন যে, মাটির তলায়ও সুন্দর ও আরামদায়ক বাড়ি তৈরি করা সম্ভব। তবে, ইরফানের বাড়িটি এখনও একটি পরীক্ষামূলক প্রকল্প। ভবিষ্যতে এই ধরনের বাড়িগুলো আরও জনপ্রিয় হবে কিনা তা এখনই বলা সম্ভব নয়।