আরও ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে উত্তরাখণ্ড, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ ভূতত্ত্ববিদের

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার হঠাৎ করে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উত্তরাখণ্ড। সেই পরিস্থিতির এখনো সামাল যাওয়া সম্ভব হয়নি। এখনো নিখোঁজ একাধিক মানুষ। উদ্ধারকার্য চলছে দ্রুত গতিতে, তবে স্বাভাবিক ছন্দে ফিরছে এখনো অনেকটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তবে এরই মাঝে এক ভূতত্ত্ববিদ একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এনেছেন যাতে আরও ভয়াবহ বন্যার সম্মুখীন হওয়ার আশংকা প্রকাশ করা হচ্ছে।

উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবন রাইনি রাইনি অঞ্চলে হিমবাহ ধসের কারণে ধৌলি গঙ্গা ও অলকানন্দা নদীতে প্লাবন দেখা দেয়। পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঋষি গঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প। আট বছর আগে কেদারনাথের স্মৃতি ফিরে আসে এই ঘটনায়। আর এমন পরিস্থিতিতে গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ববিদ ডঃ নরেশ রানা জানিয়েছেন, আরও একাধিক বন্যা অপেক্ষা করছে উত্তরাখণ্ডের জন্য।

বন্যা বিধ্বস্ত ওই এলাকা পরিদর্শন করতে গিয়ে ওই ভূতত্ত্ববিদ ঘটনাস্থল থেকেই একটি ভিডিও প্রকাশ করেছেন। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আবার আনতে দেখা গিয়েছে সাংবাদিক কবিতা উপাধ্যায়কে। যে ভিডিওতে নরেশ রানাকে বলতে দেখা যাচ্ছে, তুষার ধসের কারণে চামোলির ঋষি গঙ্গায় একটি ব্লকেজ তৈরি হয়েছে। যেটি যেকোনো সময় ভেঙ্গে নতুন করে বন্যার পরিস্থিতি তৈরী করতে পারে। আর এমনটা হলে বর্তমানে যে উদ্ধারকার্য চলছে তাতে প্রভাব পড়বে।

নরেশ রানা আরও জানান, ব্লকেজ তৈরি হওয়ার কারণে যে হ্রদের সৃষ্টি হয়েছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে আন্দাজ করা মুশকিল। যে কারণে অবিলম্বে প্রশাসনিক ভাবে এই হ্রদের সার্ভে করা প্রয়োজন।

[aaroporuntag]
অন্যদিকে ওই ভূতত্ত্ববিদদের দাবি যে সম্পূর্ণ সত্য তা ধরা পড়েছে স্যাটেলাইটেও। জানা গিয়েছে এই ভ্রদ আগে ছিল না। রবিবারের ঘটনার পরেই এই হ্রদ তৈরি হয়েছে। হ্রদে চাপ বাড়লে হ্রদের পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে যেতে পারে। আর এমনটা ঘটলেই হুরমুড়িয়ে জলস্রোত গিয়ে পড়বে চামোলিতে। আর পুনরায় যাতে বড় বিপদ না ঘটে তার জন্য ইতিমধ্যে কাজ শুরু করছে NDRF, SDRF এবং DRDO-এর বিশেষজ্ঞের দল।