মহিলাদের নিরাপত্তায় যোগীরাজ্যে জারি হল নয়া নিয়ম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয়বার সরকারের ফেরার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন। এই সকল কড়া পদক্ষেপ একাংশের মন ক্ষুন্ন করলেও বহু মানুষের মন জয় করে চলেছে। সেইরকমই এবার তারা নারী নিরাপত্তায় নজিরবিহীন নিয়ম চালু করল।

যোগীরাজ্যে এই নয়া নিয়ম চালু করা হয়েছে মূলত সেই সকল মহিলাদের জন্য যারা চাকুরিরতা। এই সকল মহিলাদের জন্য বিজ্ঞপ্তি জারি করে উত্তর প্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কোন মহিলার ইচ্ছের বিরুদ্ধে সন্ধ্যে সাতটার পর আর কর্মক্ষেত্রে রাখা যাবে না। সরকারের এই বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা সাতটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত কোন মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো যাবে না।

নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, সন্ধ্যা সাতটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত কোন মহিলাকে যদি কাজ করাতে হয় তাহলে সংশ্লিষ্ট সংস্থাকে ওই মহিলার থেকে অনুমতি নিতে হবে। অনুমতির সেই কাগজ রাখতে হবে সংস্থার কাছে। লিখিত অনুমতির ভিত্তিতেই এই ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারি এই নির্দেশিকায়।

এছাড়াও জানানো হয়েছে, এই নির্দেশিকা কেবলমাত্র মহিলা কর্মীদের অফিসে গিয়ে কাজের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এমনটা নয়। এই নির্দেশিকা অফিসে গিয়ে কাজের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার পাশাপাশি work-from-home এর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ মহিলা কর্মীদের সন্ধ্যা সাতটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত যেকোনো জায়গায় কাজের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হচ্ছে।

এর পাশাপাশি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, মহিলা কর্মীদের নিরাপত্তার জন্য কোন মহিলা অফিসে এসে কাজ করলে তার নিরাপত্তার জন্য বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করতে হবে সংস্থাকেই। এই নিয়ম না মানলে অথবা নিয়ম ভঙ্গ করলে যথোপযুক্ত শাস্তি হতে পারে বলেও জানানো হয়েছে।