কবে শুরু হবে দেশজুড়ে করোনার টিকাকরণ, জানিয়ে দিলো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে কবে থেকে করোনার টিকাকরণ করা হবে তা জানিয়ে দেওয়া হলো শনিবার। কেন্দ্র সরকারের তরফ থেকে শনিবার এই ঘোষণার পাশাপাশি কারা প্রথম এই টিকা পাবেন তাও জানিয়ে দেওয়া হয়।

Advertisements

Advertisements

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার টিকা সংক্রান্ত আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে আলোচনা হয় দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল টিকা সংরক্ষণ এবং বন্টনের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে। বৈঠকে ছিলেন মন্ত্রিসভার সচিব, মুখ্য সচিব স্বাস্থ্যসচিব সহ অন্যান্য আধিকারিকরা। আর এই বৈঠকে আলোচনার পরেই জানিয়ে দেওয়া হয় আগামী ১৬ ই জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু করা হবে।

Advertisements

শনিবার নির্দিষ্টভাবে দিন ঘোষণার আগে শোনা গিয়েছিল জানুয়ারি মাসের ১৩ তারিখেই হয়তো করোনা টিকাকরণ শুরু করা হতে পারে দেশজুড়ে। কিন্তু তা এদিনের বৈঠকের পর তিন দিন পিছিয়ে গেল। মূলত দেশজুড়ে চলার ড্রাই রানের ফলাফল দেখি এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, টিকাকরণের সময় প্রথমেই টিকা দেওয়া হবে স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার সাথে যুক্ত দেশের ৩ কোটি মানুষকে। এরপরই ভ্যাকসিন দেওয়া হবে ৫০ বছরের ঊর্ধে থাকা ব্যক্তিদের। আর এই পর্যায়ে সেই সকল ব্যক্তিদেরও টিকা দেওয়া হবে যারা ৫০ বছর বয়সের থেকে কম অথচ কো-মর্বিডিটি রয়েছে তাদের। ৫০ বছর বয়সের বেশি এবং ৫০ বছর বয়সের কম কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২৭ কোটি বলে জানা গিয়েছে।

Advertisements