টেট পাস করে বসে আছেন, চাকরি পাননি, নয়া ঘোষণা কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ তথা রাজ্যে বেকার যুবক যুবতীদের অভাব নেই। অন্যদিকে বাঙালি যুবক-যুবতীরা বেশিরভাগই শিক্ষকতার দিকেই ঝুঁকেন। এমত অবস্থায় অনেকেই টেট পাস করে বসে আছেন। চাকরি পাননি। কেন্দ্রের ক্ষেত্রেও একই অবস্থা। তবে এই পরিস্থিতিতে টেট পাস করা পরীক্ষার্থীদের জন্য এবার কেন্দ্রের তরফ থেকে নয়া ঘোষণা করা হলো। এই ঘোষণা অনুযায়ী অবশ্যই টেট উত্তীর্ণরা সুবিধা পেয়ে থাকবেন।

Advertisements

বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে ঘোষণা করেছেন, এর আগে একবার টেট পাস করলে তার সার্টিফিকেটের মেয়াদ থাকতো ৭ বছর। আর এবার তা করে দেওয়া হলো আজীবন। অর্থাৎ কোন চাকরি প্রার্থী একবার টেট পাস করলে তার সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে তার যতদিন পর্যন্ত চাকরিতে যোগদানের বয়স থাকবে। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা।

Advertisements

কেন্দ্র সরকারের এই নয়া নিয়ম চালু হচ্ছে ২০১১ সালের হিসাব ধরে। অর্থাৎ যে সকল চাকরিপ্রার্থীরা ২০১১ সাল থেকে টেট উত্তীর্ণ হয়ে বসে আছেন তাদের স্টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেটের মেয়াদ এবার থেকে ৭ বছরের পরিবর্তে আজীবন পরিগণিত হবে। কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশই দেওয়া হয়েছে।

Advertisements

অন্যদিকে পশ্চিমবঙ্গেও কেন্দ্রের মত দুই ধাপে টেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য। তবে এক্ষেত্রে এই রাজ্যের পরীক্ষার্থীদের টেট উত্তীর্ণ হওয়া সার্টিফিকেটের মেয়াদ কতদিন তা উল্লেখ থাকে না। এখন প্রশ্ন হলো কেন্দ্রের এই নীতি মেনে রাজ্য সরকারও কি এই টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করে দেবে?

Advertisements