Value of Indian Rupees: আপনার কাছে ১ টাকা থাকা মানেই পাবেন ৫০০-র বেশি মুদ্রা! এই দেশে গেলে আপনি নিজেকে রাজা মনে করবেন

Antara Nag

Published on:

Advertisements

Value of Indian Rupees is so high in this country that you will feel like a king: ভারতে মুদ্রাস্ফীতি নিয়ে ব্যাপক হইচই চলছে। সবকিছুর দাম এতটাই বেড়ে গেছে যে, সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রায় সব কিছুই। এমনকি খাদ্যদ্রব্যও বাদ পরেনি মুদ্রাস্ফীতির হাত থেকে। কিন্তু আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে ভারতীয় টাকার মূল্য এতটাই বেশি যা আমার আপনার কল্পনার বাইরে। দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকে। দেশটি বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম কিন্তু আমেরিকার বিধিনিষীদের কারণে ক্রমাগত পিছিয়ে পড়ছে। এই দেশে ভারতীয় ১ টাকার মূল্য (Value of Indian Rupees) প্রায় ৫০০ টাকার সমান। দেশটির নাম জানতে ইচ্ছে করছে তাই তো? দেশটি আমাদের খুবই পরিচিত ইরান। এখানকার সরকারি মুদ্রাকে বলা হয় রিয়াল-ই-ইরান যার ইংরেজি প্রতিশব্দ হলো ইরানি রিয়াল।

Advertisements

এক সময় রিয়ালের মূল্য ছিল অনেক। কিন্তু কিছুদিন যাবত আন্তর্জাতিক বাজারে রিয়ালের মূল্য হঠাৎ করে পড়ে গেছে। যার অন্যতম কারণ ইরানের উপর আমেরিকার চাপানো একাধিক আর্থিক নিষেধাজ্ঞা। যে কারণে বর্তমানে ইরান আন্তর্জাতিক স্তরে তেল বিক্রিও করতে পারছে না। আর্থিক অবস্থা যাই হোক না কেন ভারতের সাথে ইরানের সুসম্পর্ক কিন্তু এখনো বজায় রয়েছে। বর্তমানে ভারতীয় ১ রূপীর সমান ৫০৭.২২ রিয়াল। কোন ভারতীয় যদি মাত্র ২০ হাজার টাকা নিয়ে ইরান যায়, তাহলে বিলাসবহুল জীবনযাপন করে পুরো দেশ ভ্রমণ করতে পারবে। ইরানের আবাসিক হোটেলগুলির ভাড়া ১০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে থাকে। হোটেলটি যদি পাঁচতারা হয়, তবে তার মূল্য দৈনিক ৫ হাজার টাকা হতে পারে।

Advertisements

বর্তমানে ইরানে ডলার একেবারে নিষিদ্ধ হয়ে গেছে। ডলার রাখা রীতিমতো অপরাধ বলে মনে করা হয় সে দেশে। ইরান মূলত ভারত ও অন্যান্য দেশের সাথে নিজের মুদ্রা দ্বারাই ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডলার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সাথে সাথেই চালু হয়েছে ডলার পাচারকারীর বেআইনি ব্যবসা। ঐতিহাসিক দিক থেকে ইরান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দেশ। ইরানি রিয়াল পৃথিবীর সবচেয়ে প্রাচীন মুদ্রা গুলির মধ্যে অন্যতম ১৭৯৮ থেকে ১৮২৫ অব্দি রিয়ালের ব্যবহার ছিল ইরানে। কিন্তু তারপর হঠাৎ করে এই মুদ্রা ছাপানো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবারো চালু হয় রিয়ালের ব্যবহার। কিন্তু ২০১২ সাল থেকে আন্তর্জাতিক স্তরে এই মুদ্রার মান ক্রমশ নিচের দিকে নামতে থাকে। বর্তমানে ইরানের রিয়ালের মূল্য প্রায় ৫ গুণ কমে গেছে। অথচ মুদ্রাস্ফীতির কারণে সেখানে থাকা খাওয়ার খরচ অনেকটাই বেড়ে গেছে।

Advertisements

আরও পড়ুন ? Recurring Deposits of HDFC Bank: মাসে মাসে ১০০০ টাকা করে রাখলেই মিলবে ৭২ হাজার টাকা! বাজার কাঁপাচ্ছে HDFC-র এই প্ল্যান

মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির তালিকায় দশম স্থান অধিকার করেছিল ইরান। ২০২২ সালে ইরানে মুদ্রাস্ফীতির হার ছিল ৪২.৪ শতাংশ। বর্তমানে এই দেশে দারিদ্রতা বেড়ে গেছে ৫০ শতাংশ। এই দেশের মাত্র ২৭.৫% নির্দিষ্ট চাকরির সাথে জড়িত। এখানকার মানুষেরা চাকরির চেয়ে অন্যান্য কাজের প্রতি বেশি আগ্রহী। ইরান কিন্তু খুব সুন্দর একটি দেশ। প্রাকৃতিকভাবে দেশটি খুবই আকর্ষণীয়। এখানকার মানুষের আতিথেয়তা সারা বিশ্বে চর্চিত। ইরানে রয়েছে বেশ কিছু অপূর্ব, অবিশ্বাস্য স্থাপত্য। ৭ হাজার বছরেরও বেশি প্রাচীন সভ্যতা গুলির মধ্যে অন্যতম ইরানীয় সভ্যতা। বরফে ঢাকা পাহাড়, লবণাক্ত হ্রদ, সবুজে ঘেরা বন জঙ্গল এবং মরুভূমিতে ঘেরা এই দেশ পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র।

ইরান ছাড়াও সিয়েরা লিওন দেশও অর্থনৈতিক দিক থেকে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। সেখানেও ভারতীয় রুপির মূল্য (Value of Indian Rupees) অনেক বেশি। ভারতীয় রুপি ১ টাকার মূল্য এই দেশে ২৩৮.৩২ টাকার সমান। ভারতীয় রুপির মূল্য ইন্দোনেশিয়াতেও অনেক বেশি। এখানে ১ টাকা ইন্দোনেশিয়ার ১৯০ টাকার সমান। ভিয়েতনামে গেলে ভারতীয় এক টাকার মূল্য দাঁড়াবে ৩০০ টাকার সমান। প্রত্যেকটি দেশ প্রাকৃতিকভাবে এতটাই সুন্দর যে কম খরচে বিদেশ ঘুরতে চাইলে এই দেশগুলিতে যেতেই পারেন ভারতীয় পর্যটকরা। ভিয়েতনামের স্ট্রীটফুড তো জগৎ বিখ্যাত। ভারতের পছন্দের তালিকাতে সব সময় থাকে ইন্দোনেশিয়া। এই দেশকে দ্বীপ দেশ বলে চিহ্নিত করা হয়। ইন্দোনেশিয়াতে রয়েছে একাধিক প্রাচীন দেবদেবীর মন্দির।

Advertisements