বীরভূমবাসীদের জন্য সুখবর, এবার জেলায় স্টপেজ বাড়াল এই এক্সপ্রেস ট্রেন

লাল্টু : রেল পরিষেবার উপর নির্ভর করে দেশের প্রায় এক কোটি মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছে যান। রেলের (Indian Railways) তরফ থেকে বিপুল সংখ্যক এই যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজার রেলস্টেশন থেকে ১২ হাজারের কাছাকাছি যাত্রীবাহী ট্রেন চালানো হয়ে থাকে। রেল পরিষেবা অনেক সস্তা, অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সহ বিভিন্ন সুবিধা থাকার কারণে দেশের প্রত্যেক এলাকার মানুষরা চান যাতে তাদের এলাকাতেও রেল পরিষেবা পাওয়া যায়। এর পাশাপাশি কাছাকাছি রেল স্টেশনে যাতে অনেক বেশি ট্রেন স্টপেজ দেয় সেটাও মানুষদের আশা আকাঙ্খার মধ্যে পড়ে।

এই সব ক্ষেত্রে এবার ভারতীয় রেলের তরফ থেকে বীরভূমের বাসিন্দাদের জন্য সুখবর দেওয়া হল। কেননা বীরভূমের দুবরাজপুর রেল স্টেশনে (Dubrajpur Railway Station) এবার থেকে ১৩৪০৩/১৩৪০৪ বনাঞ্চল এক্সপ্রেস (Vananchal Express) স্টপেজ দেওয়া শুরু করতে চলেছে। ১৯ ডিসেম্বর রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই ট্রেনটির দুবরাজপুর স্টেশনে স্টপেজ দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও ঠিক কবে থেকে স্টপেজ দেওয়া শুরু হবে তা জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।

এই ট্রেনটি দুবরাজপুর স্টেশনে যাওয়া ও আসার পথে কখন স্টপেজ দেবে? সময়সূচী সম্পর্কে জানার আগে জানিয়ে রাখা দরকার, বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়া প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই দুবরাজপুরের বাসিন্দাদের মধ্যে দাবী দাওয়া ছিল। সেইমত দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা রেল মন্ত্রককে একটি চিঠি দেন। সেই চিঠিতে দুবরাজপুর রেলওয়ে স্টেশনে বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দাবির পাশাপাশি ১৩১৪৭/১৩১৪৮ দিঘা মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটিরও স্টপেজের অনুরোধ করা হয়েছিল।

আরও পড়ুন 👉 দুবরাজপুরে নিলাম হল মিয়াজাকি আমের, কত টাকায় বিক্রি হল শুনলে চমকে যাবেন

এছাড়াও অন্ডাল সাঁইথিয়া রুটে আরও একাধিক ট্রেন চালানোর দাবি করা হয়েছে। এর পাশাপাশি দুবরাজপুর রেল স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মোট সাত দফা দাবি দাওয়া রাখা হয়েছিল রেলের কাছে। সেই সব দাবি-দাওয়ার মধ্যে বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি মেনে নিয়েছে রেল। এর পরিপ্রেক্ষিতে অনুপ সাহা দুবরাজপুরের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন।

রেলের তরফ থেকে দুবরাজপুর রেল স্টেশনে বনাঞ্চল এক্সপ্রেস কখন স্টপেজ দেবে, সেই বিষয়ে কিছু জানানো না হলেও ১৩৪০৪ ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস বর্তমান সময়সূচী অনুযায়ী রাত ১:২০ মিনিটে দুবরাজপুর স্টেশনে পৌঁছায়। অন্যদিকে ১৩৪০৩ রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস রাত ২:১২ মিনিটে দুবরাজপুর দুবরাজপুর স্টেশনে পৌঁছায়। এই ট্রেন দুটি বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, মুরারই রেলস্টেশনে স্টপেজ দিয়ে থাকে। এবার এই তালিকায় দুবরাজপুর রেল স্টেশনের নামও যুক্ত হল।

যদিও দুবরাজপুর রেলস্টেশনে বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার সুখবর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে যেমন বিজেপির বিধায়ক অনুপ সাহা দাবী করছেন, তিনি রেলমন্ত্রককে চিঠি দিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে স্টপেজ দেওয়ার বিষয়ে বিবেচনা করা হয়েছে। ঠিক সেই রকমই তৃণমূলের তরফ থেকে মির্জা সৌকত আলী দাবি করেছেন, তাদের তরফ থেকে যে দাবি-দাওয়া নিয়ে চিঠি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।