নিজস্ব প্রতিবেদন : চারদিকে যখন একের পর এক ট্রেন দুর্ঘটনার মত ঘটনা ঘটে চলেছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বুকে আরো একটি ঘটনা সামনে এলো। যে ঘটনাটি হল একই লাইনে বন্দে ভারত (Vande Bharat and local Train) আর লোকাল ট্রেন চলে আসার মত ঘটনা। স্বাভাবিকভাবেই এমন ঘটনা দেখার পর সাধারণ মানুষদের মধ্যে রীতিমতো ভয়ের বাতাবরণ তৈরি হয়, শুরু হয় গেল গেল চেঁচামেচি।
জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছে হুগলির শিবাইচন্ডী স্টেশনে। ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলে সোশ্যাল মিডিয়ার নাগরিকদের মধ্যেও ভিডিওটি দেখে রীতিমত গেল গেল চেঁচামেচি শুরু হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও সত্যতা যাচাই করেনি BanglaXp। তবে এই ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছে পূর্ব রেল।
পূর্ব রেলের দাবি, অহেতুক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। কেননা রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনার মধ্যে কোথাও কোনো রকম অস্বাভাবিকতা কিছু নেই। পুরোটাই হয়েছে স্বাভাবিক নিয়মে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন, পুরোটাই স্বাভাবিক। এমনকি সোশ্যাল মিডিয়ায় ওই দুটি ট্রেনের মুখোমুখি আসার যে দাবি করা হচ্ছে তা কিন্তু নয়। বিষয়টি সম্পূর্ণ আলাদা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রেলে এখন স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা রয়েছে। দুটি ট্রেনের মধ্যে ২০০ থেকে ২৫০ মিটার দূরত্ব থাকার ঘটনা স্বাভাবিক। অর্থাৎ একই লাইনেও যদি দুটি ট্রেন আসে এবং সেই দুটি ট্রেনের মধ্যে ২০০ থেকে ২৫০ মিটার দূরত্ব বজায় থাকে তাহলে তা মোটেই অস্বাভাবিক নয়। এমনকি পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের ঘটনা কোন না কোন জায়গাতে প্রতিদিনই হয়ে থাকে।
যে সময় এই ঘটনাটি ঘটে তা হল মঙ্গলবার সকাল বেলা। ঘটনাটি ঘটে হাওড়া বর্ধমান কর্ড লাইনে। ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যাচ্ছে, একই লাইনে দাঁড়িয়ে রয়েছে একটি লোকাল ট্রেন আর তার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এরপর বন্দে ভারত ট্রেনটি থেমে যায়। এদিকে একই লাইনে লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকার সময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওইভাবে এগিয়ে আসার ঘটনা দেখে স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে চরম উৎসাহ তৈরি হয় এবং তারা একে একে ঘটনা ক্যামেরাবন্দি করতে শুরু করেন।