Inside of Vande Bharat Sleeper: স্লিপার ক্লাসের ধারণা বদলে দিল বন্দে ভারত, ভিতরের ভিডিও দেখলেই টের পেয়ে যাবেন

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ট্রেনের স্লিপার ক্লাসের ধারণা পুরোপুরি বদলে দিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper)। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাস কেমন হতে চলেছে তা এই প্রথম দেখা গেল। স্বাভাবিকভাবেই এই ট্রেনের ভিতরের ভিডিও সামনে (Inside of Vande Bharat Sleeper) আসতেই দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। কেননা বন্দে ভারত স্লিপারের অন্দরমহল স্লিপার ক্লাসের ধারণা বদলে দেওয়ার পাশাপাশি যাত্রীদের এবার আলাদা স্বাচ্ছন্দ্য দেবে এটাই স্বাভাবিক।

Advertisements

বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেডসে রবিবার পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি মূলত ট্রেনের কোচ তৈরির ওই কারখানায় পৌঁছান বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরীর কাজ কেমন হচ্ছে তা পরিদর্শন করতে। আর সেখানেই তিনি স্লিপার কোচের একটি নমুনা প্রকাশ করেন। যা থেকেই জানা যায় স্লিপার ক্লাস কেমন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনে।

Advertisements

সত্যি বলতে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের অন্দরমহলের যে ভিডিও সামনে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার। কেননা ট্রেনের অন্দরমহলে প্রবেশ করার পর যাত্রীরা বুঝতে পারবেন না তিনি ঠিক কোথায় এসে পৌঁছেছেন। অন্যান্য সাধারণ ট্রেনের স্লিপার ক্লাসের থেকে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের স্লিপার ক্লাস একেবারেই আলাদা। দেখে মনে হবে অনেকটা ফাইভ স্টার হোটেলের মত।

Advertisements

আরও পড়ুন : Sealdah Station: যাত্রীদের ছোট ছোট ভুল, শিয়ালদায় ২০ দিনে ১ কোটি টাকার বেশি রোজগার করে নিল রেল

অন্যান্য স্লিপার ক্লাস ট্রেনের মতোই এই ট্রেনে আপার, লোয়ার ও মিডিল বার্থের ব্যবস্থা রয়েছে। তবে বার্থের সাজসজ্জা একেবারেই আলাদা। ট্রেনের ভেতরের সিলিং সাদা ধবধবে, সিলিংয়ের মধ্যে রয়েছে অত্যাধুনিক লাইট আর সেই সকল লাইট এমনভাবে লাগানো রয়েছে যা যাত্রীদের কোনভাবেই অসুবিধা হবে না ঘুমানোর সময়। এই ট্রেনের কামরা পুরোপুরি ভাবে বাতানুকূল। যাতে করে যাত্রীরা সহজেই ঠান্ডা বাতাস পান তার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই বন্দে ভারত স্লিপার ট্রেনে রয়েছে বিশাল বড় বড় কাঁচের জানলা। এছাড়াও দরজা সংক্রিয়ভাবে বন্ধ ও খোলার কাজ করবে। অন্যদিকে অন্যান্য ট্রেনের মত এই ট্রেনে চেইন নেই। বিদেশি ধাঁচে ট্রেনে থাকছে এলার্ম বটন। নতুন এই ট্রেন ট্র্যাকে নামার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যা জানিয়েছেন তাতে, আর হয়তো মাস তিনেক অপেক্ষা করতে হবে দেশের নাগরিকদের। আর এমন একটি ট্রেন রেল ট্র্যাকে নামলে ভারতীয় রেলের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

Advertisements