Vande Bharat Express Sleeper will meet these 7 royal facilities: সম্প্রতি ট্র্যাকে ছুটতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ইতিমধ্যেই গত মাসে স্লিপার কোচের বডি স্ট্রাকচার লঞ্চ করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আশা রাখছে ভারতীয় রেলের অধীনে চলবে মোট ৭টি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Sleeper) ট্রেন। যা অত্যাধুনিক বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে। এই স্লিপার কোচের আরাম রাজধানী এক্সপ্রেসের তুলনায় আরও উন্নতমানের হবে বলে জানা যাচ্ছে। থাকবে একটি এসি ফার্স্ট কোচ, ৪টি এসি ২-টায়ার কোচ এবং ১১টি এসি ৩-টায়ার কোচ। পাশাপাশি ট্রেনগুলি হবে যাত্রীবান্ধব। যাত্রীদের সুবিধার জন্য প্রদান করা হচ্ছে ৭টি অত্যাধুনিক বৈশিষ্ট্য। আরামদায়ক বার্থ, সেন্সর ভিত্তিক আলো, ঝাঁকুনি মুক্ত রাইড সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। চলুন দেখে নেওয়া যাক তালিকা।
ডিজাইন
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Sleeper) ট্রেনের সামনের অংশে থাকবে ফ্যাসিয়া ডিজাইন। যার বাইরের ভাগ মসৃণ রেখা এবং আভা থাকবে। যে নকশাটি নেওয়া হয়েছে ঈগলের পরাক্রম থেকে।
কালার
BEML-এর নির্মাণাধীন বন্দে ভারত স্লিপারের ভেতরের নকশাও থাকবে অত্যন্ত আরামদায়ক। রঙ হবে ক্রিম, হলুদ এবং কাঠের রঙের টোন। যা চোখকে প্রশান্তি দেবে।
যাত্রী স্বাচ্ছন্দ্যতা
বন্দে ভারত স্লিপার কোচের অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো যাত্রীদের স্বাচ্ছন্দ্যতা। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য প্রতিটি বার্থেই থাকবে অতিরিক্ত কুশন। উপর এবং মাঝের বার্থে সহজে প্রবেশের জন্য প্রদান করা হবে ডিজাইন করা সিঁড়ি।
সেন্সর ভিত্তিক আলো
আসন্ন বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রতিটি বার্থেই নিজস্ব সেন্সর ভিত্তিক আলো প্রদান করা হবে। এছাড়াও রাত্রিবেলা চলাচলের সুবিধার্থে বার্থে ব্যবস্থা থাকবে ফ্লোর স্ট্রিপের।
উন্নত বাথরুম
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Sleeper) কোচের বাথরুম হবে অত্যন্ত উন্নতমানের। অর্গোনমিক্যালি ডিজাইন, গন্ধ মুক্ত সিস্টেমের ব্যবস্থা করা হবে। থাকবে বিমানের মতো মডুলার ফিটিং সহ বায়ো ভ্যাকুয়াম টয়লেটের ব্যবস্থা। এর পাশাপাশি এসি ফার্স্ট কোচে যাত্রীদের জন্য বাথরুমে গরম জলের ব্যবস্থা থাকবে। জলের ছিটা রোধ করার জন্য হাত ধোয়ার বেসিনগুলিতে করা হবে উন্নত মানের ডিজাইন।
আরও পড়ুন ? World Best Rice: বিশ্ব সেরার তকমা পেল ভারতের এই চাল, নাম শুনলেই গর্বে বুক ভরে যাবে
ঝাঁকুনি মুক্ত রাইড
আরামের দিক থেকে রাজধানী এক্সপ্রেসের তুলনায় বন্দে ভারত স্লিপার কোচ অনেকটাই উন্নত হবে। থাকবে উচ্চমানের কিছু ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য। যা ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে কোনো ঝাঁকুনি, শব্দ বা কম্পন অনুভূত হবে না।
নিরিবিলি ভ্রমণ
আসন্ন বন্দে ভারত স্লিপার ট্রেনের ভ্রমণ হবে অত্যন্ত নিরিবিলি। প্রদান করা হবে আন্তঃযোগাযোগ দরজা। নিরিবিলি কেবিনগুলি হবে শব্দ মুক্ত। অপরদিকে বিশেষভাবে অক্ষম যাত্রীদের জন্য এই ট্রেনে বিশেষ বার্থের ব্যবস্থা থাকবে। পাশাপাশি স্বয়ংক্রিয় বহির্মুখী যাত্রীর দরজা থাকবে।
সূত্র জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে আইসিএফ চেন্নাইয়ের সহযোগিতায় বেঙ্গালুরুতে BEML-এ নির্মাণাধীন রয়েছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Sleeper) ভার্সন। খবর হয়েছে আগামী ২-৫ মাসের মধ্যেই প্রকাশ্যে আসতে পারে বন্দে ভারত স্লিপার কোচ। চলছে আরেকটি বন্দে ভারত স্লিপার ট্রেনের কাজ। যা আগামী ২০২৫ সালেই মুক্তি পাবে বলে আশা রাখছে ভারতীয় রেল।