নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির যে সকল স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে স্বপ্নের একটি প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যেই এই ট্রেন দেশের কয়েকটি রুটে ছুটতে শুরু করেছে। তবে আগামী দিনে দেশের কোনায় কোনায় এই ট্রেন ছুটবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষত্ব নিয়ে সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বুলেট ট্রেনকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন বলা হয়ে থাকে। এই বুলেট ট্রেনের গতি ০ থেকে ১০০ তে উঠতে সময় লাগে ৫৫ সেকেন্ড। সেই জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময় লাগে ৫৪ সেকেন্ড। অর্থাৎ বুলেট ট্রেনের থেকেও এক সেকেন্ড কম সময় লাগে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। যে কারণে এই ট্রেন নিয়ে দেশের বাসিন্দাদের চরম কৌতূহল এবং আশা।
এবার এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আগামী সেপ্টেম্বর মাস থেকে বিশেষ সিট সরবরাহ করবে টাটা স্টিল। টাটা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ২২ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য সিট সরবরাহ করার বরাত পেয়েছে টাটা সংস্থা। এই অর্ডারের মূল্য ১৪৫ কোটি টাকা। দেশের মধ্যে এই প্রথম এটাই হবে এই ধরনের আসন ব্যবস্থা।
এই সকল বিশেষ সিটগুলি ১৮০° ঘোরানো যাবে এবং এগুলিতে বিমানের সিটের মত সব সুবিধা রয়েছে। ভারতের মতো দেশে প্রথম কোন ট্রেনে এই ধরনের সিট সরবরাহ করা হবে। এই আসনগুলি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে তৈরি করা হবে। যে কারণে এই সকল আসন বা সিটগুলির রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম।
এছাড়াও এই বিশেষ ধরনের সিটগুলি যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চলতে পারে। এর কথা মাথায় রেখেই নিরাপত্তার দিকে তাকিয়ে সিটগুলির ক্ষেত্রে আলাদাভাবে জোর দেওয়া হয়েছে।