Vande Bharat Express: রেল যাত্রীদের জন্য দারুন সুখবর, হাওড়ার পর এবার শিয়ালদাতেও চালু হবে বন্দে ভারত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Express: যাতায়াতের লাইফ লাইন বলা হয় রেল মাধ্যমকে। যে মাধ্যমে খুব কম খরচে যাতায়াত করা যায় দূর-দূরান্তে। যে মাধ্যমকে ব্যবহার করে প্রতিনিয়ত দূর-দূরান্তে ছুটে যায় বহু মানুষ। বলা যায় বহু কর্মরত ব্যক্তিরা এই রেলের উপর ভরসা করে থাকে। আর সেই যাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ আনছে একাধিক সুবিধা। সাম্প্রতিক তেমনি যাত্রীদের সুবিধার্থেই বেশ কিছু নতুন ঘোষণা (Vande Bharat Express) করল পূর্ব রেল জেনারেল ম্যানেজার। কি জানালেন তিনি?

Advertisements

বাংলায় চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস বিষয়ে আমরা সকলেই জ্ঞাত। যা প্রত্যেকটি হাওড়া থেকে ছাড়ে। ফলে যাত্রীদের বন্দে ভারত ধরতে গেলে হাওড়া স্টেশনে আসতে হয়। তাই এই নিয়ে বহু যাত্রী শিয়ালদায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করার অনুরোধ করেন রেল কর্তৃপক্ষকে। আর সেই বন্দে ভারত নিয়েই রেল যাত্রীদের দুর্দান্ত খবর শোনালো পূর্ব রেল জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর।

Advertisements

সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানান কাশীপুরে তৈরি হওয়া রেল ইয়ার্ড সম্পর্কে। যেখানে চলবে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ। ইতিমধ্যেই সেই স্থান পরিদর্শন করে এসেছেন রেল কর্তৃপক্ষ। আর এই রেল ইয়ার্ড নির্মাণের খবরের পাশাপাশি বন্দে ভারত (Vande Bharat Express) চালু হওয়া নিয়ে নয়া খবর দেন পূর্ব রেল জেনারেল ম্যানেজার।

Advertisements

আরও পড়ুন:Durgapur-Bankura RailDurgapur-Bankura Rail: অবশেষে সমীক্ষা শুরু হয়েছে দুর্গাপুর-বাঁকুড়া রেলপথের, জানুন সবিস্তারে

পূর্ব রেল জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর বলেন হাওড়ার পাশাপাশি এবার শিয়ালদা থেকেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। চলছে শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার ভাবনা-চিন্তা। শিয়ালদা থেকে বন্দে ভারত চালু হলে সুবিধা হবে বহুযাত্রীর। পাশাপাশি আয় বৃদ্ধিও ঘটবে রেলের। কবে থেকে চালু হবে শিয়ালদায় বন্দে ভারত? খবর লয়েছে আর কিছু মাস পর থেকেই শিয়ালদা থেকে মিলবে বন্দে ভারত এক্সপ্রেস।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি ম্যানেজার মিলিন্দ বলেন হাওড়াতেও বেশ কিছু ট্রেন চালু হওয়ার কথা। পরিকল্পনা চলছে হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেন চালানোর বিষয়ে। এর জন্য চলছে হাওড়া থেকে ধানবাদ সংলগ্ন আমবানা পর্যন্ত রেল স্টেশনের কাজ। যা শেষ হতে সময় লাগবে ৩ মাস। ফলস্বরূপ ৩ মাস পর থেকেই চালু হবে হাওড়া স্টেশন থেকে ইএমইউ ট্রেন। মূলত যাত্রীদের সুবিধার্থের কথা মাথায় রেখেই এই নয়া পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে রেল কর্তৃপক্ষ। যা যাত্রীদের নানান সুবিধা প্রদান করবে।

Advertisements