Vande Bharat Express Speed: বাড়বে কী, বদলে কমছে! ৩ বছরে লজ্জার এক নজির গড়ল বন্দে ভারত এক্সপ্রেস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল তথা দেশের গর্ব হিসেবে সবসময় যে ট্রেনটির কথা বলা হয় তার নাম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন হওয়ার পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে ভারতীয় রেল (Indian Railways) তথা দেশের প্রত্যেক মানুষেরই গর্ব হওয়া উচিত।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেল এবং ভারতীয়দের কাছে গর্বের ট্রেন হলেও গত তিন বছরে লজ্জার এক নজির বলল দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনটি। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর থেকেই দাবি করা হচ্ছিল, ঘন্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেনটি ছুটবে। আগামী দিনের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভর্তি হবে ঘন্টায় ১৮০ কিমি থেকে ২০০+ স্পিড। কিন্তু কোথায় এসব?

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি (Vande Bharat Express Speed) নিয়ে এবার যে তথ্য সামনে এসেছে সেই তথ্য রীতিমত লজ্জায় ফেলবে আপনাকেও। কেননা যেখানে ট্রেনের গড় গতিবেগ দিন দিন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে বেড়ে যাওয়ার কথা সেই জায়গায় গড় গতিবেগ কমে গিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে এমন তথ্য অনেকের বিশ্বাস না হলেও তা কিন্তু সত্যি।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Time Changed: হাওড়া থেকে ছাড়া এই বন্দে ভারত এক্সপ্রেসের সময়ে বদল! সামনে এলো নতুন টাইম টেবিল

রেল মন্ত্রণালয়ের তরফ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্য অনুযায়ী গত তিন বছরে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ কমেছে ৮ কিলোমিটার। এমন তথ্য পাওয়া গিয়েছে আরটিআই অর্থাৎ তথ্য জানার আইনের ভিত্তিতে জানা গিয়েছে, ২০২০-২১ সালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৮৪.৪৮ কিলোমিটার। ২০২২-২৩ সালে এই গড় গতিবেগ কমে দাঁড়িয়েছিল ৮১.৩৮ কিলোমিটারে। কিন্তু ২০২৩-২৪ সালে সেই গড় গতিবেগ কমে দাঁড়িয়েছে ৭৬.২৫ কিমিতে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ এমন কমে যাওয়ার পিছনে রেল কর্তাদের তরফ থেকে যা দাবী করা হচ্ছে তা হল, দেশের বিভিন্ন প্রান্তে বড়সড় উন্নয়নমূলক কাজ চলছে। আর এই বড়সড় উন্নয়নমূলক কাজ চলার কারণে বন্দে ভারত এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনগুলিকে ধীর গতিতে চালানো হচ্ছে, বিশেষ করে সেই সকল জায়গায় যেখানে কাজ চালানো হচ্ছে। এর পাশাপাশি ভৌগলিক এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির কারণে বেশ কিছু জায়গায় ট্রেনের সর্বোচ্চ গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে। এসবের কারণেই এখন বন্দে ভারত এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের গড় গতিবেগ কমেছে, তবে আশা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এই পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে।

Advertisements