শতাব্দি, দুরন্ত ফেল! হাওড়া পুরি বন্দে ভারত পৌঁছে দেবে ‘এত’ মিনিট আগে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রযুক্তি হোক অথবা সুরক্ষা, সবদিক দিয়েই এখন ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের অন্যান্য দেশকে টেক্কা দিচ্ছে রেল পরিষেবায়। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসাবে পরিচিত ভারতীয় রেলে আসছে একের পর এক বৈপ্লবিক পরিবর্তন। বৈপ্লবিক এই সকল পরিবর্তনের হাত ধরে ইতিমধ্যেই ট্র্যাকে দৌড়াচ্ছে বন্দে ভারত (Vande Bharat), খুব তাড়াতাড়ি আসতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train), র‍্যাপিড ট্রেন (Rapid Train)।

Advertisements

ভারতীয় প্রযুক্তির ফসল হিসাবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করছে। পশ্চিমবঙ্গেও একটি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াত করে। আর এবার বাংলা থেকে দ্বিতীয় বন্দে ভারত ছুটতে চলেছে পুরি পর্যন্ত।

Advertisements

বাংলার দ্বিতীয় এই বন্দে ভারত ট্রায়ার রান শেষ করার পর মে মাস থেকেই বাণিজ্যিকভাবে রওনা দেবে বলে জানা যাচ্ছে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস প্রথম থেকেই ঝড় তুলবে বলে অনুমান রেলের আধিকারিক থেকে যাত্রীদের মধ্যে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস সময়ের দিক দিয়ে শতাব্দি এক্সপ্রেস অথবা দুরন্ত এক্সপ্রেসের মত ট্রেনকে পরাস্ত করবে বলে অনুমান।

Advertisements

হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের শতাব্দী এক্সপ্রেসের থেকে ১ ঘন্টা ১০ মিনিট আগে যাত্রীদের পুরি পৌঁছে দেবে। অন্যদিকে দুরন্ত এক্সপ্রেসের তুলনায় ১ ঘন্টা ৩০ মিনিট আগে পুরি পৌঁছে দেবে বলে জানা যাচ্ছে। ট্রায়াল রানের সূচি অনুযায়ী জানা যাচ্ছে, হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পৌঁছাতে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা ২৫ মিনিট।

সম্প্রতি চেন্নাই থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বাংলায় এসে পৌঁছেছে। তবে বাণিজ্যিকভাবে এই ট্রেন কবে যাত্রা শুরু করবে তা সম্পর্কে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যদিও অন্ততপক্ষে তিনবার ট্রায়াল রান সম্পূর্ণ করার পর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে বলে জানা যাচ্ছে।

Advertisements