নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষের গণপরিবহনের প্রধান মাধ্যম হল রেল পরিষেবা (Indian Railways)। রেল পরিষেবার এমন চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে প্রতিদিন রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা চালানো হচ্ছে। রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার ক্ষেত্রে ভারতীয় রেলের সব থেকে বড় পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এবার আরও এক ধাপ পেরিয়ে আসছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)।
রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার কোচ তৈরির কাজ এখন একেবারেই শেষের দিকে। আর সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসেই দেশের মাটিতে চাকা গড়াবে বন্দে ভারত স্লিপারের। এখনো পর্যন্ত বন্দে ভারত স্লিপারের চাকা গড়ানোর যে সময়সূচী অনুমান করা হচ্ছে তা হল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে বন্দে ভারত স্লিপারের সূচনা হয়ে যেতে পারে।
রেল বোর্ড সূত্রে জানা যাচ্ছে, বন্দে ভারত স্লিপারের কোচ তৈরীর কাজ শেষের দিকে পৌঁছে যাওয়ার পাশাপাশি এখন চলছে অন্দরসজ্জার কাজ। এই কাজ করতে এখনো একমাস মতো সময় লাগবে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কাজ সম্পূর্ণ হওয়ার পরই উদ্বোধন হয়ে যাবে বন্দে ভারত স্লিপারের। বন্দে ভারত স্লিপারের কাজ নিয়ে এত তৎপরতার মূল কারণ হলো কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটের আগেই এই ট্রেন চালু করা যায়।
চেন্নাইয়ের আইসিএফ ফ্যাক্টরিতে তৈরি বন্দে ভারত স্লিপার ছুটবে লম্বা দূরত্বের রাস্তায়। বন্দে ভারত স্লিপারে রাজধানী এক্সপ্রেস এবং প্রিমিয়াম ট্রেনের থেকে সামান্য পরিবর্তন আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। যেমন একটি কোচে চারটি টয়লেটের পরিবর্তে থাকবে তিনটি টয়লেট। টয়লেটগুলি হবে ভ্যাকুয়াম টয়লেট। এছাড়াও ট্রেনের মধ্যে থাকবে মিনি প্যান্টি কার। এছাড়াও এই সকল ট্রেনে থাকবে জিপিএস যুক্ত ইনফরমেশন সিস্টেম। বন্দে ভারত স্লিপার ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। এছাড়াও যাতে ট্রেন দ্রুততার সঙ্গে থামানো যায় তার জন্য থাকবে পাওয়ার ব্রেক।
এখন প্রশ্ন হলো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোন রুটে চলবে? দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোন রূপে চলবে তার সম্পর্কে এখনই রেলের তরফ থেকে কিছু জানানো না হলেও প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি হবে দিল্লী গামী। অন্যদিকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ছুটতে পারে হাওড়া থেকে দিল্লী রুটে। রেলের এমনই পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।