Vande Bharat Sleeper: কোন কোন রুটে চলবে বন্দে ভারত স্লিপার! সামনে এলো রেলের পরিকল্পনা!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের আরও অনেক বেশি স্বাচ্ছন্দ ও সুরক্ষিত যাত্রা দেওয়ার জন্য রেলের তরফ থেকে প্রতিদিনই নতুন নতুন প্রচেষ্টা চালানো হচ্ছে। রেলের উপর এমন এত জোর দেওয়ার পিছনে রয়েছে কোটি কোটি মানুষের প্রসঙ্গ। কেননা রেল পরিষেবার ওপর নির্ভর করেই প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ যাতায়াত করে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল (Indian Railways) অক্লান্ত পরিশ্রম চালাচ্ছে দেশের বাসিন্দাদের জন্য।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে দেশবাসীদের যা যা উপহার দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস। তবে ভারতীয় রেল কেবলমাত্র বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যেই থেমে থাকতে চাইছে না। কেননা তারা আগামী দিনে বন্দে ভারতের স্লিপার (Vande Bharat Sleeper) ভার্সন আনার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুবিধা প্রয়োগ করতে চলেছে। এসবের পরিপ্রেক্ষিতেই এখন দেশের মানুষেরা বন্দে ভারত এক্সপ্রেস এরপর বন্দে ভারত স্লিপারের অপেক্ষায়।

Advertisements

বন্দে ভারত স্লিপার নিয়ে যখন দেশের মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই ঠিক সেই সময় কোন কোন রুটে এই ট্রেন চালানো হবে তা নিয়ে রেলের একটি বড় পরিকল্পনার কথা জানা গেল। রেলের তরফ থেকে মূলত দূরপাল্লার রুটেই বন্দে ভারত স্লিপার চালানো হবে। আর তা হতে পারে রাজধানী এক্সপ্রেসের রুটে। সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি এপ্রিল মাসেই হয়তো বন্দে ভারত স্লিপার কারখানার খোলস ত্যাগ করে ট্রায়ালের জন্য দৌড়াতে শুরু করবে।

Advertisements

আরও পড়ুন ? 11 New Rules: টাকা-পয়সা থেকে বিমা! এপ্রিলে ১১ নিয়মের বদল, প্রভাব ফেলবে আমজনতার পকেটে

বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্সের কারখানায় এখন ১০টি বন্দে ভারত স্লিপার তৈরীর কাজ চলছে। সংস্থার তরফ থেকে আগেই জানানো হয়েছিল, আগামী জুন মাসে তারা প্রথম বন্দে ভারত স্লিপার ট্র্যাকে নামাবে। তবে তার আগেই হয়তো ট্রায়াল হয়ে যেতে পারে। অন্যদিকে জানা যাচ্ছে, বেঙ্গালুরুর ওই সংস্থার বন্দে ভারত স্লিপার তৈরির পাশাপাশি কলকাতারও একটি সংস্থা বন্দে ভারত স্লিপার তৈরি করবে। ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরির জন্য ৫০টি বন্দে ভারত স্লিপার তৈরীর টার্গেট বেঁধে দিয়েছে রেল বোর্ড। এসবের ফলে আরও ৫০ টি বন্দে ভারত স্লিপার পাবে দেশ।

সূত্র মারফত জানা যাচ্ছে, রেলের তরফ থেকে প্রাথমিকভাবে এই সকল বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজধানীর রুটে। জানা যাচ্ছে, এই সকল ট্রেনগুলি ধাপে ধাপে রাজধানী এক্সপ্রেসের বদলে রেল ট্র্যাকে ছুটবে। আর এই সূত্রের দাবি যদি ঠিক হয় তাহলে দেশ থেকে ধীরে ধীরে বিদায় নেবে রাজধানী এক্সপ্রেসের মত ট্রেন বলেই মনে করা হচ্ছে। নতুন যে বন্ধে ভারত স্লিপার আসছে সেগুলিতে মোট ১৬ টি কোচ থাকবে। যার মধ্যে থাকবে ১১ টি এসি থ্রি টায়ার, চারটি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস। মোট ৮২৩ জন যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার।

Advertisements