Vande Bharat Sleeper: দেশের নানা প্রান্তে কম খরচে আরামদায়কভাবে ভ্রমণ করার অন্যতম পথ রেলপথ। ভারতের লাইফলাইন বলা হয় এই মাধ্যমকে। যা যাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়তই আনছে নতুন নতুন সংস্করণ। তেমনি এবার যাত্রীদের দূরপাল্লার ভ্রমণে বিপ্লব ঘটাতে প্রস্তুত ভারতীয় রেল। খুব শীঘ্রই চালু করতে চলেছে বন্দে ভারত স্লিপার। কবে থেকে মিলবে? সম্প্রতি এক বিবৃতি মাধ্যমে জানালো ভারতীয় রেল।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের বহুরুটে চালু হয়ে গিয়েছে বন্দে ভারত ট্রেন। ভারতীয় রেল তরফে প্রায় ১৩৬টি বন্দে ভারত পরিষেবা প্রদান করছে সারা দেশজুড়ে। আর এই পরিস্থিতিতেই যাত্রীদের একটি বড় অংশ বন্দে ভারত স্লিপার চালু করার আর্জি জানিয়েছিল। এবার সেই বন্দে ভারত স্লিপার চালু করারই ইঙ্গিত পাওয়া গেল ভারতীয় রেল মাধ্যমে। কি জানালো রেল মন্ত্রক?
রেল মন্ত্রক তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার ভ্রমণের জন্য ২০২৪এর ১৭ই ডিসেম্বর প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন তৈরি করেছে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি। পরবর্তীতে ট্রেনটি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় কোটা বিভাগে। শুরু হয়েছিল ট্রেনের যাচাইকরনের পরীক্ষা। আদৌ চালানোর জন্য উপযুক্ত কিনা সমস্ত কিছু ট্রেনের সরঞ্জাম ঠিকঠাক হয়েছে কিনা এই বিষয়ে জানতে। আর তারপরই শুরু হয় বন্দে ভারতের নতুন সংস্করণের কঠিন ট্রায়াল রান। যা আগামী দিনে দূরপাল্লার রেল পরিষেবায় এক বিরাট পরিবর্তন আনতে পারে বলে অনুমান রেল বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর, তৈরি হবে নতুন নতুন এক্সপ্রেসওয়ে
রেল সূত্রে খবর চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে স্বল্প দূরত্বের জন্য কয়েকদিন ৩০ থেকে ৪০ কিলোমিটার ট্রায়াল রান করা হয়েছিল। তারপর জানুয়ারির ১৫ তারিখে সম্পূর্ণ হয়েছে বন্দে ভারত স্লিপারের কঠিনতম ট্রায়াল রান। রিজার্ভ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেসনের তরফ থেকে এই ১৬ কামরার বন্দে ভারতের নতুন সংস্করণ পরীক্ষা সফলভাবে করা হয়। মুম্বাই টু আমেদাবাদ রুটে ৫৪০ কিলোমিটার পর্যন্ত সফলভাবে দৌড় সম্পন্ন করেছে বন্দে ভারত স্লিপার। ট্রায়াল রান অনুযায়ী যাত্রীদের ঘন্টা প্রতি ১৮০ কিলোমিটার গতিতে দুর্দান্ত ভ্রমণ পরিষেবা দিতে সক্ষম হবে বন্দে ভারতের নতুন সংস্করণ।
তবে শুধু টায়াল রান সম্পন্ন করার কথাই প্রকাশ করেননি। এর পাশাপাশি রেলমন্ত্রক তরফে এই ট্রেন চালু হওয়ার কথাও জানানো হয়েছে। ভারতীয় রেল তরফে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হওয়ার পর্যায়ে চলে এসেছে। ট্রায়ালের পর রেল তরফে ৯টি বন্দে ভারত স্লিপার তৈরি করার পরিকল্পনা করেছে। যা উৎপাদিত হবে ২০২৫এর এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে। আর তারপরেই যাত্রী সুবিধার্থে দূরপাল্লার ভ্রমণে আরামদায়ক পরিষেবা দিতে চালু হয়ে যাবে বন্দে ভারত স্লিপার। তবে এই নতুন সংস্করণ যাত্রীদের কতটা খুশি করতে পারে সেটাই দেখার।