দেশে প্রথম, আসছে বন্দে ভারত স্লিপার্স, ছুটবে এই রুটে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ প্রতিদিন ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের এমন ব্যাপক নির্ভরশীলতার কারণেই ভারতীয় রেল এখন গণপরিবহনের মেরুদন্ড। সাধারণ যাত্রীদের ব্যাপক চাহিদার দিকে তাকিয়ে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত উন্নতি সাধন করা হচ্ছে। আর সেই সকল উন্নতি সাধনের মধ্যেই অন্যতম ফসল হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এটি এখনও পর্যন্ত দেশের সবচেয়ে উচ্চ গতি সম্পন্ন ট্রেন। এছাড়াও এই ট্রেনে যে সকল প্রযুক্তির ব্যবহার করা হয়েছে তা অন্য কোন ট্রেনে নেই। পাশাপাশি রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বন্দে ভারতের ক্ষেত্রে একাধিক ভাগ আনা হবে। সেই মতো এবার আসতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার্স (Vande Bharat Sleepers)।

৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের পথ যাতায়াতের ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার্স ট্রেন চালানো হবে এমনটা আগেই রেলের তরফ থেকে জানানো হয়েছিল। সেই মতো নতুন একটি বন্দে ভারত স্লিপারস তৈরির কাজ প্রায় শেষের দিকে বলেই জানা যাচ্ছে আইসিএফ সূত্রে। এই স্লিপার্স ট্রেনটি মোট ১৫টি কোচের তৈরি করা হয়েছে। যার মধ্যে ১০টি কোচ হবে তৃতীয় শ্রেণীর এসির, ৪টি কোচ হবে দ্বিতীয় শ্রেণীর এবং ১টি হবে প্রথম শ্রেণীর।

এছাড়াও জানা গিয়েছে, যে ১০ টি তৃতীয় শ্রেণীর কোচ রয়েছে সেগুলির প্রতিটিতে ৬১ করে বার্থ থাকবে। দ্বিতীয় শ্রেণীর কোচগুলিতে থাকবে ৪৮টি করে বার্থ এবং প্রথম শ্রেণীতে থাকবে ২৪টি বার্থ। সব মিলিয়ে একটি বন্দে ভারত স্লিপারসে মোট ৮৫০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে ভাড়া কত হবে সেই সকল সম্পর্কে এখনো অবশ্য কিছু তথ্য জানা যায়নি।

অন্যদিকে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারস কোন রুটে ছুটবে তা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে কৌতূহলের কমতি নেই। রেলে তরফ থেকে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোন কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে পাটনা থেকে নিউ দিল্লী রুটে চালানো হতে পারে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারস। এই রুটে যে সকল দ্রুতগামী ট্রেন যাতায়াত করে সেগুলির পাটনা থেকে নতুন দিল্লি অথবা নতুন দিল্লি থেকে পাটনা যাতায়াত করতে সময় লাগে ১৬ থেকে ১৮ ঘন্টা। এক্ষেত্রে বন্দে ভারত তাদের যাতায়াতের ক্ষেত্রে সময় কমাবে কি না সেটাই এখন দেখার।