Vantara Sanctuary: মুকেশ পুত্র অনন্তের ভানতারা অভয়ারণ্য নিয়ে সুখবর, বেড়িয়ে আসতে পারবেন আপনিও

Prosun Kanti Das

Published on:

Advertisements

The dream project of Anant Ambani’s Vantara Sanctuary is to be inaugurated soon: বেশ কিছুদিন আগেই বিবাহ অনুষ্ঠানে মেতে উঠেছিল আম্বানি পরিবার। যার ঝলক ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। বিবাহ অনুষ্ঠান উপলক্ষে চাঁদের হাট বসেছিল গুজরাটের জামনগরে। তবে সেইসব এখন অতীত। সাম্প্রতিক সময়ে ভানতারা অভয়ারণ্যকে (Vantara Sanctuary) কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে আম্বানি পরিবার। স্বপ্নের বাস্তবায়ন মুকেশ পুত্র অনন্ত আম্বানির। কোথায় গড়ে উঠেছে এই অভয়ারণ্য? কত প্রজাতির পশু-পাখি আনা হয়েছে? কি উদ্দেশ্যেই বা এই অভয়ারণ্য গড়ে উঠেছে?

Advertisements

আগে জেনে নেওয়া যাক এই ভানতারা অভয়ারণ্যের কেন্দ্রস্থল। অনন্ত আম্বানির তৈরি ভানতারা অভয়ারণ্য (Vantara Sanctuary) গড়ে উঠেছে গুজরাটের জামনগরে। যার নাম দেওয়া হয়েছে ‘গ্রিনস জুওলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম’। গুজরাটের জামনগরে রিলায়েন্স রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্ট স্থানের ৩০০০ একর জায়গাকে সবুজে পরিণত করা হয়েছে। যার মধ্যে ২৮০ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে চিড়িয়াখানা এবং প্রাণী সংরক্ষণ স্থান।

Advertisements

অভয়ারণ্যটি এমনভাবে গড়ে তোলা হয়েছে যেখানে প্রাণীরা উন্মুক্ত পরিবেশে ঘোরা ফেরা করতে পারবে। তবে এক জায়গায় সব পশু-পাখি নয়। পৃথক পৃথক প্রজাতির জন্য পৃথক পৃথক জায়গা তৈরি করা হয়েছে। যেমন ফ্রগ হাউস, ইন্ডিয়ান ডেজার্ট, অ্যাকোয়াটিক কিংডম, এক্সটিক আইল্যান্ড, ড্রাগন্স ল্যান্ড প্রভৃতি। অনন্ত আম্বানির কথায় প্রায় ১০০ প্রজাতির পশু-পাখি রয়েছে এই চিড়িয়াখানায়। যেমন আফ্রিকান সিংহ, কমোডো ড্রাগন, রয়্যাল বেঙ্গল টাইগার্স, পিগমি জলহস্তী সহ একাধিক প্রজাতির বিভিন্ন পশু-পাখি। পাশাপাশি রয়েছে বহু সরীসৃপ।

Advertisements

আরও পড়ুন ? Vantara Project: কোটি কোটি টাকা খরচ, অবলাদের জন্য আম্বানিদের এই কাজ গর্বে ভরিয়ে দেবে আপনাকেও

পশু-পাখিদের সংরক্ষণ করার পাশাপাশি তাদের দেখাশোনার জন্য সু-ব্যবস্থা নেওয়া হয়েছে। অনন্ত আম্বানির উদ্যোগে তাদের দেখাশোনা, খেয়াল রাখার জন্য নিযুক্ত করা হয়েছে ৩০০০ কর্মী। পাশাপাশি একটি পশু সুরক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। তার নাম এলিফ্যান্ট জাকুজিও। এই পশুর সুরক্ষা কেন্দ্রে পশুদের সেবা-সুস্থতা করার জন্য প্যাথলজিস্ট, চিকিৎসক, জীববিজ্ঞানী মিলে ৫০০ জনেরও বেশি কর্মী নিযুক্ত করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ করা হয়েছে। যেমন ভেনেজুয়েলা, মেক্সিকো ইত্যাদি। সাম্প্রতিক সময়ে এই ভানতারা অভয়ারণ্য একটি পার্ক হিসেবে গড়ে উঠেছে। যেখানে সাধারণ মানুষরা ঘুরতে যেতে পারবেন।

এই ভানতারা অভয়ারণ্য (Vantara Sanctuary) মুকেশ পুত্র অনন্ত আম্বানির একটি ড্রিম প্রজেক্ট। তাঁর কথায় ছোটবেলা থেকেই তাঁর পশু-পাখিদের প্রতি একটা আকর্ষণ ছিল। তাদের নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আজ তা বাস্তবে রূপদান করেছে। যেসব পশু-পাখিরা বিপদজনক অবস্থায় রয়েছে, বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে তাদের পুনর্বাসন করা, সেবা সুস্থতা করে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে ভানতারা প্রকল্প। যার নেতৃত্ব দিচ্ছে অনন্ত আম্বানি। খবর রয়েছে খুব শীঘ্রই জনসাধারণের জন্য এই জুওলজিক্যাল পার্কটি ওপেন করা হবে। যেখানে পরিবার নিয়ে ঘুরতে যেতে পারবেন সাধারণ মানুষ।

Advertisements