Educational scholarships: স্বপ্ন রয়েছে উচ্চশিক্ষার! স্কলারশিপ দিচ্ছেন কিং খান

Various celebrities are giving these scholarships to students to fulfill their dreams of higher education: উচ্চশিক্ষা আজকের যুগে একটি অপরিহার্য উপাদান। এটি ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের জন্য অপরিহার্য। কিন্তু উচ্চশিক্ষা সত্যি খুব ব্যয়বহুল। তাই অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না। এই সমস্যা সমাধানে সরকার, সেলেব্রিটিরা যেমন বিল গেটস থেকে শুরু করে ব্রুস লি এগিয়ে এসেছেন বারবার ৷ অন্যদিকে, সোনু সুদ থেকে শুরু করে বলিউডের বাদশা কিং খান সকলেই উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেন (Educational scholarships)। কিন্তু ছাত্রছাত্রীরা কী ভাবে পাবে সেই স্কলারশিপ? কারা যোগ্য এই স্কলারশিপের জন্য? জেনে নেব বিস্তারিত।

শুধুমাত্র বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা নয় বলিউডের সুপারস্টাররাও বরাবর এগিয়ে আসে ইচ্ছুক পড়ুয়াদের সাহায্যের জন্য। বলিউডের কিং শাহরুখ খানের সংস্থা ইচ্ছুক মহিলাদের অস্ট্রেলিয়ার LaTrobe বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে বৃত্তি প্রদান করে (Educational scholarships)। এরফলে বৃত্তির অংশ হিসাবে, সুবিধাভোগীরা পাবে ৩,০০০ মার্কিন ডলার ভ্রমণ ভাতা এবং ৩২,৫০০ মার্কিন ডলার মূল্যের সাড়ে তিন বছরের অনুদান। কারা যোগ্য এই বৃত্তির জন্য? যেকোনো আগ্রহী মহিলা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে উল্লেখযোগ্য শর্তগুলি হল, আবেদনকারীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং উচ্চ স্তরের অ্যাকাডেমিক কৃতিত্ব থাকতে হবে। যোগ্য প্রার্থীদের প্রথমে এ বিষয়ে আগ্রহ জানিয়ে আবেদন জমা দিতে হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর হবে মূল্যায়ন৷ আবেদন করার জন্য উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো https://www.latrobe.edu.au/industry-and-community/partnerships/indian-film-festival/srk/phd-scholarship

এর পাশাপাশি পড়ুয়াদের বহু স্কলারশিপ (Educational scholarships) প্রদান করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ভারতের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) একক কন্যাসন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য প্রদান করা ইন্দিরা গান্ধি বৃত্তি। এই বৃত্তিটির অর্থমূল্য ৩, ১০০ টাকা প্রতি মাসে। বৃত্তি পাওয়ার জন্য আবেদনকারীর অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, একক কন্যাসন্তান হতে হবে এবং ভারতের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পোস্ট-ডক্টরাল কোর্সে ভর্তি হতে হবে। আবেদন করার জন্য অবশ্যই যেতে হবে https://sgc.ugc.ac.in/ এই ওয়েবসাইটটি।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ১৯৯৯ সাল থেকে গেটস স্কলারশিপ প্রদান করে আসছেন। স্কলারশিপ এর লক্ষ্য হল নিম্ন আয়ের পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করা (Educational scholarships)। কিন্তু এটি প্রতিযোগিতামূলক বৃত্তি এবং উচ্চ অ্যাকাডেমিক পারফরম্যান্স বিচার করে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা হয়। পড়ুয়াদের টিউশন ফি, থাকার খরচ, বই এবং পরিবহণের জন্য যাবতীয় খরচ কভার করে এই বৃত্তি৷ অন্যান্য ব্যক্তিগত খরচও অন্তর্ভুক্ত হতে পারে এই বৃত্তিতে। শিক্ষাগত মেধার উপর ভিত্তি করেই শিক্ষার্থীদের বাছাই করা হয়। আবেদন করার জন্য যেতে হবে এই ওয়েবসাইটে https://www.thegatesscholarship.org/scholarship

ভারত সরকারের পক্ষ থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের নামে আবদুল কালাম বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পাওয়ার জন্য আবেদনকারীর অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন বা সমাজসেবায় আগ্রহী হতে হবে এবং ভারতের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পোস্ট-ডক্টরাল কোর্সে ভর্তি হতে হবে। শুধু জাতীয় নয়, কালামের নামে অনেক আন্তর্জাতিক ফেলোশিপও দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল আবদুল কালাম পিজি ফেলোশিপ, সিডনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবদুল কালাম ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ।