উচ্চমাধ্যমিক পাশ হলেই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ, জারি হলো বিজ্ঞপ্তি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বাবলম্বী হওয়ার জন্য দেশের যুবক যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেন। তবে বহু যুবক যুবতীর স্বপ্ন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কারণ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করলে যেমন দেশ সেবা করার সুযোগ মেলে, ঠিক তেমনি অর্থ উপার্জনও হয়। আর এমনটা যদি আপনার পরিকল্পনার মধ্যে থাকে তাহলে এর থেকে বড় সুযোগ আর কিছু হতে পারে না।

Advertisements

Advertisements

ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে। যাতে বলা হয়েছে উচ্চমাধ্যমিক পাশ হলেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সেনাবাহিনীতে যোগদানের যে নির্দেশিকা বের হয়েছে তা থেকে জানা গিয়েছে বাঙালি (জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার) আগ্রহী প্রার্থীরা এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২৮ শে ডিসেম্বর ২০২০।

Advertisements

সেনাবাহিনীর যেসকল শূন্য পদে নিয়োগ করা হবে সেই সকল পদগুলি হল সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিকাল, সোলজার টেকনিকাল (অ্যাভিয়েশন/অ্যামিউনিশন এক্সামিনার), সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিকাল, সোলজার ট্রেডসম্যান (অল আর্মস) (মেস কিপার অ্যান্ড হাউস কিপার)।

সোলজার জেনারেল ডিউটি : মাধ্যমিক পাশ প্রার্থীরা এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম নম্বর হতে হবে ৪৫ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।

সোলজার টেকনিকাল, সোলজার টেকনিকাল (অ্যাভিয়েশন/অ্যামিউনিশন এক্সামিনার), সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরা এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি বিষয়গুলি থাকতে হবে। উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষার্থীকে পাশ করতে হবে এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি এবং ইংরাজি থাকলেও হবে।

সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিকাল : এই শূন্য পদগুলিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ইংরাজি, অঙ্ক/অ্যাকাউন্টস বিষয় থাকাটা বাধ্যতামূলক উচ্চমাধ্যমিকে।

সোলজার ট্রেডসম্যান (অল আর্মস) এবং সোলজার ট্রেডম্যান (অল আর্মস) (মেস কিপার অ্যান্ড হাউস কিপার) : মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেই এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

বয়সসীমা : ২০২০ সালের পয়লা অক্টোবরের হিসাব অনুযায়ী আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে সাড়ে ১৭ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৩ বছর।

শারীরিক মাপজোক : সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিকাল শূন্য পদে আবেদনের জন্য আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৬২ সেন্টিমিটার। অন্যান্য শূন্য পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৯ সেন্টিমিটার। সোলজার ট্রেডসম্যান পদের জন্য না ফুলিয়ে ছাতি হতে হবে ৭৬ সেন্টিমিটার। অন্যান্য শূন্য পদের জন্য হতে হবে ৭৭ সেন্টিমিটার। সোলজার ট্রেডসম্যান পদের জন্য ফুলিয়ে ছাতি হতে হবে ৮১ সেন্টিমিটার এবং অন্যান্যদের জন্য ফুলিয়ে ছাত্রী হতে হবে ৮২ সেন্টিমিটার।

ইচ্ছুক প্রার্থীরা http://joinindianarmy.nic.in/latest-rally-jcos-or.htm অফিশিয়াল ওয়েবসাইট থেকে অন্যান্য তথ্য সংগ্রহ করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisements