নিজস্ব প্রতিবেদন : চার চাকা অথবা দু’চাকা, চালানোর ক্ষেত্রে যে সকল নথিপত্র প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি হলো গাড়ির ইন্সুরেন্স। প্রতিবছর গাড়ির মালিকদের এই ইন্সুরেন্স করাতে হয়। এর পিছনে হাজার হাজার টাকা খরচ হয় মালিকদের। তবে এবার যে নিয়ম আসছে তাতে ইন্সুরেন্সের জন্য কত টাকা খরচ করবেন তা ঠিক করতে পারবেন গাড়ির মালিক।
IRDAI-র তরফ থেকে বুধবার এই নতুন নিয়ম ঘোষণা করার পর থেকেই তা লাগু হয়ে গিয়েছে। এবার থেকে এই গাড়ি এবং মোটরবাইকের জন্য ইন্সুরেন্সের ক্ষেত্রে বিভিন্ন অ্যাড অন বেছে নিতে পারবেন মালিকরা। এই নতুন ব্যবস্থার ফলে নিজের গাড়ি চালানোর উপর ভিত্তি করে যে সকল ইন্সুরেন্স প্ল্যান রয়েছে সেগুলি বেছে নেওয়ার সুযোগ পাবেন গাড়ির মালিকরা।
এর পাশাপাশি IRDAI-র তরফ থেকে জানানো হয়েছে, একই মালিকের একাধিক গাড়ি থাকলে সেই সকল গাড়ি একটি ইন্সুরেন্সের আওতায় রাখতে পারবেন এবং কোন দুর্ঘটনা ঘটলে ওই একটি ইন্সুরেন্সের আওতাতেই ক্ষতিপূরণের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী আলাদা আলাদা করে ইন্সুরেন্স করার দরকার নেই। তবে কতগুলি গাড়ি রয়েছে তার ওপর নির্ভর করে ইন্সুরেন্সের টাকা নির্ভর করবে।
IRDAI-র তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গাড়ির ইন্সুরেন্সের ধারনা নিয়মিত বদল হচ্ছে। প্রযুক্তির ব্যবহার ইন্সুরেন্স দুনিয়ায় গতি আনা হয়েছে। এই গতির সঙ্গে পাল্লা গিয়ে বিমার দুনিয়াকে পলিসিহোল্ডারের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে হবে। এই ঘোষণার ফলে যে সকল গাড়ি কম চলাচল করে সেই সকল গাড়ির ক্ষেত্রে ইন্সুরেন্সের খরচ কম পড়বে। কোন গাড়ি মাসে সর্বোচ্চ যে পথ অতিক্রম করে তার উপর ভিত্তি করে প্রিমিয়ামের খরচ নির্ধারিত হবে। যে গাড়ি চালানোর অভ্যাসের জন্য যত বেশি দুর্ঘটনার ঝুঁকি থাকবে সেই গাড়ির জন্য তত বেশি প্রিমিয়াম দিতে হবে।
IRDAI-র ঘোষণা অনুযায়ী যে সকল গাড়ি দ্রুত গতিতে চালানো হয় সেই সব গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম বেশি দিতে হবে। এখন এই সকল বিষয় ট্র্যাক কিভাবে করা হবে? এর জন্য গাড়িতে একটি বিশেষ ধরনের ছোট্ট ডিভাইস লাগানো হবে। জিপিএস-এর মাধ্যমে তা বোঝা যাবে, এছাড়াও অ্যাপের মাধ্যমে তা ট্র্যাকিং করা যাবে। এই প্রযুক্তি ব্যবহার করেই সমস্ত তথ্য সংগ্রহ করা হবে।