নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়কে যানবাহন চলাচলের সময় একাধিক টোল প্লাজা পার করতে হয় চালক এবং যাত্রীদের। এই সকল টোল প্লাজা পার করার সঙ্গে সঙ্গে দিতে হয় টোল ট্যাক্স। তবে এবার এই টোল দেওয়ার ক্ষেত্রে আসছে নতুন নিয়ম।
সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বছর নতুন টোল পলিসি চালু করবে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। নতুন সেই নিয়ম অনুসারে বদলে যাবে টোল ট্যাক্স দেওয়ার পুরো পদ্ধতি। নতুন এই পদ্ধতি দেশের চালক এবং যাত্রীদের ক্ষেত্রে সুবিধা আনবে কিনা তা বলবে সময়। তবে মন্ত্রণালয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে, এতে গাড়ির টোলের পিছনে খরচ কমবে।
নতুন যে টোল পলিসি আনা হচ্ছে তাতে গাড়ির আয়তনের উপর এবং সেই গাড়ি কতটা রাস্তা অতিক্রম করবে তার ওপর ভিত্তি করে ট্যাক্স নেওয়া হবে। এর পাশাপাশি জিপিএস নির্ভর হবে এই টোল আদায় পদ্ধতি। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এর ফলে যাত্রীদের পুরো রাস্তার জন্য টোল দিতে হবে না।
এই পদ্ধতি চালু হলে পুরো রাস্তার জন্য যেমন গাড়ির চালক অথবা মালিকদের টোল দিতে হবে না ঠিক তেমনি ফাঁকি দিয়ে টোল বাঁচানো থেকেও রক্ষা পাওয়া যাবে না। কারণ জাতীয় সড়কে গাড়ি উঠলেই টোলের খরচ গুণতে শুরু করবে নিজস্ব সিস্টেম। এই পদ্ধতি চালু হলে যেমন একদিকে গাড়ির মালিক এবং চালকদের খরচ কমবে ঠিক তেমনি আবার সরকারের আয় বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
টোল আদায়ের ক্ষেত্রে নতুন এই পদ্ধতি চালু করার বিষয়ে দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এর পাশাপাশি এই পদ্ধতি চালু হলে জাতীয় সড়কের গতি অনেক বেড়ে যাবে এবং সরকারের খরচ কমবে বলেও জানা যাচ্ছে।