‘সনাতন ধর্মকে গালিগালাজ করার ফল’, আচমকা সোশ্যাল মিডিয়ায় সরব প্রাক্তন ক্রিকেট তারকা ভেঙ্কটেশ প্রসাদ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যেন তিনি শুধু সময়ের অপেক্ষা করছিলেন। আর সেই সময় আসতেই রীতিমতো ফেটে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। কোন প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে আশা করি বুঝতেই পারছেন। হ্যাঁ, সনাতন ধর্মকে অবমাননা, গালিগালাজ করার বিষয় নিয়েই কথা বলা হচ্ছে। সনাতন ধর্মকে অবমাননা, গালিগালাজ করার পরিপ্রেক্ষিতে এবার সোজাসাপ্টা ভেঙ্কটেশ প্রসাদ।

রবিবার যখন চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে তখন দেখা যাচ্ছে, চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে চলেছে বিজেপি (BJP)। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির এমন জয় দেশের শাসকদলকে বড় মাইলেজ দিল। বিজেপির এমন জয়জয়কারের মধ্যেই সনাতন ধর্মের অবমাননা, গালিগালাজ নিয়ে সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।

তিন রাজ্যে বিজেপির ভালো ফলাফল দেখে ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, সনাতন ধর্মকে অবমাননা করার ফল তো মিলবেই। তিনি এমনটা লিখে মূলত I.N.D.I.A. জোট এবং কংগ্রেসকেই একহাত নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কেননা সনাতন ধর্মের অবমাননা বা সনাতন ধর্মকে গালিগালাজ করার বিষয়টি যদি তুলে ধরতে হয় তাহলে উদয়নিধি স্ট্যালিনের কথা সবার আগে বলতে হয়।

গত কয়েক মাস ধরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে তথা ঐ রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে অবলুপ্ত করার ডাক দিয়েছিলেন এবং সনাতন ধর্ম নিয়ে একের পর এক গালিগালাজ করতে দেখা যাচ্ছিল তাকে। এই ঘটনাকে নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় শুরু হলেও তিনি তাতে কোন প্রকার কর্ণপাত করেননি। এমনকি শেষমেশ তাকে সুপ্রিম কোর্টের নোটিশও পেতে হয়।

রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় পাঁচবারের জন্য মধ্যপ্রদেশে সরকার গড়তে চলেছে বিজেপি। অন্যদিকে রাজস্থান এবং ছত্তিশগড় থেকে কংগ্রেসকে উৎখাত করে শাসক দল হিসেবে সরকার গড়ার পথে বিজেপি। বিজেপির এমন সাফল্যের পরই ভেঙ্কটেশ প্রসাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আর এরই সঙ্গে সঙ্গে টেনে এনেছেন সনাতন ধর্মের অবমাননা, গালিগালাজ করার বিষয়টি।