Vespa GTS 310: অটোমোবাইল বাজারে ক্রেতাদের রাশ টানতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সংস্থাগুলির মধ্যে। আর সেই সব সংস্থার মধ্যেই অন্যতম এক সংস্থা হল Vespa। যে সংস্থার টু-হুইলার জগতে রয়েছে বিরাট নাম। তবে বর্তমানে প্রতিযোগিতায় অনেক টাই পিছিয়ে রয়েছে এই সংস্থা। আর সেই প্রতিযোগিতায় নিজেকে শীর্ষে রাখতে এক দারুন স্কুটার (Vespa GTS 310) লঞ্চ করলেও ভেসপা। যে স্কুটারের ইঞ্জিন, স্পেসিফিকেশন হারে হারে টক্কর দেবে রাজকীয় গাড়ি বুলেটকে। ভেসপার লঞ্চ করা স্কুটারের নাম কি? তাতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
গোটা বিশ্বজুড়ে স্টাইলিশ এবং শক্তিশালী স্কুটারের জন্য বিখ্যাত ইতালিয়ান অটোমোবাইল সংস্থা ভেসপা। মূলত নতুন প্রজন্মের পছন্দ অনুসারেই স্কুটার লঞ্চ করে এই সংস্থা। সেই মতোই সম্প্রতিক দুই চাকা স্কুটারের তালিকায় যুক্ত করল এক নতুনত্ব শক্তিশালী স্কুটার। যার নাম ভেসপা জিটিএস ৩১০ (Vespa GTS 310)। স্কুটারে যেমন রয়েছে আধুনিকত্ব, তেমনি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে ভেসপার এই পাওয়ারফুল স্কুটার। সেই দুটি ভ্যারিয়েন্ট হলো ভেসপা জিটিএস এবং ভেসপা জিটিএস সুপারস্পোর্টস। তাই চলুন সময় নষ্ট না করে ভেসপার এই পাওয়ারফুল স্কুটার সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন: হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ হলো মার্কেটে, কি প্রতিক্রিয়া গ্রাহকদের
প্রথমে জেনে নেওয়া যাক ভেসপা জিটিএসের ইঞ্জিন সম্পর্কে। টু-হুইলার সংস্থা তার এই নতুন স্কুটারে প্রদান করেছে ৩১০ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন। যার শক্তিশালী পাওয়া রয়েছে ২৫ bhp সাথে ২৭nm টর্ক উৎপন্ন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনের। যা রয়েল এনফিল্ডের বুলেটের তুলনায় অত্যন্ত শক্তিশালী। প্রসঙ্গত উল্লেখ্য রয়েল এনফিল্ডের ৩৫০ সিসি ইঞ্জিনের পাওয়ার ২০.২ bhp। শুধু তাই না, ভেসপার এই পাওয়ারফুল স্কুটারের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি। যার ফলে পূর্বের তুলনায় বেশ মসৃণ হয়েছে এই স্কুটার। এছাড়াও এই স্কুটারে ফুয়েল ইঞ্জিক্টর এবং নতুন ECU ব্যবহার করার ফলে গতিবেগ রয়েছে দুর্দান্ত। ঘন্টা প্রতি ১৩০ কিমি বেগ তুলতে পারে এই স্কুটার।
অন্যদিকে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে Vespa GTS স্কুটারে ব্যবহার করা হয়েছে নতুনত্ব ডিজাইন। সাথে যে দুর্দান্ত ফিচার্সগুলি দেওয়া হয়েছে তা হলো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, বাইক আরোহীদের সুবিধার জন্য ডিস্ক ব্রেক, স্ট্যাডার্ড ট্রাকশন কন্ট্রোল ইত্যাদির মতো বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে স্কুটারে (Vespa GTS 310)। পাশাপাশি চাকাতেও ব্যবহার করা হয়েছে গ্রাফিক্স।
দাম কেমন রয়েছে ভেসপা সংস্থার নয়া স্কুটার ভেসপা জিটিএসে (Vespa GTS 310)? সংস্থার সূত্রে খবর এখনো পর্যন্ত প্রতিষ্ঠান তরফে এই স্কুটারের মূল্য বিষয়ে কোনো ঘোষণা করেনি। তবে আশা করা হচ্ছে ভারতে মোটামুটি ভালো দাম নিয়েই লঞ্চ করবে এই স্কুটার। যা সাধারণ মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে থাকতে পারে। তবে ক্রেতামহলে এই স্কুটার কতটা আকর্ষণীয় হয়ে ওঠে সেটাই দেখার।