নিজস্ব প্রতিবেদন : ভারতের অন্যতম দুই টেলিকম সংস্থা ভোডাফোন এবং আইডিয়া নিজেদের মধ্যে গাঁটছড়া বেঁধে গত দু’বছর ধরে ব্যবসা শুরু করেছে। যাওয়ার পরে সোমবার এই সংস্থা নিজেদের ব্র্যান্ড নেম পরিবর্তন করে ফেলে। দুই সংস্থা সোমবার ঘোষণা করে তাদের নতুন নাম ‘VI’ এর।
তবে এই নাম পরিবর্তন এই প্রথম নয়। এর আগে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Hutch-এর ভোডাফোনের সাথে সংযুক্ত হয়ে নাম হয় Vodafone। এরপর আবার ভারতের আর এক টেলিকম সংস্থা আইডিয়া, ভোডাফোনের সাথে সংযুক্ত হয়। পরিচিতি লাভ করে ভোডাফোন-আইডিয়া নামে। এসবের পর সোমবার এই দুই টেলিকম সংস্থা একত্রিত ভাবে ‘VI’ হিসাবে নিজেদের ব্র্যান্ড পরিচয় প্রকাশ করল।
নাম পরিবর্তনের পর সংস্থার এমডি ও সিইও রবীন্দর টক্কর জানিয়েছেন, “দু’বছর আগে ভোডাফোন এবং আইডিয়া যৌথভাবে কাজ করা শুরু করে। তারপর থেকেই বিশ্বের বৃহত্তম দুটি টেলিকম সংস্থা ইন্টিগ্রেশনের কাজ করছিল। আর এই ইন্টিগ্রেশন সম্পূর্ণ হয়ে নতুন সংস্থা হিসাবে VI লঞ্চ হওয়ায় আমরা খুশি।”
আর নিজেদের এই সংস্থার নাম পরিবর্তন করার পাশাপাশি VI ইতিমধ্যেই বদলে ফেলেছে তাদের লোগো থেকে পোস্টার সবকিছু। এর পাশাপাশি VI গ্রাহকদের নিজের নম্বর দেখার পদ্ধতিও বদলে গেল। এখন থেকে VI গ্রাহকদের নিজেদের নম্বর দেখতে ডায়াল করতে হবে *১৯৯#, যা আগে ছিল *১১১#।
এছাড়াও VI গ্রাহকদের গুরুত্বপূর্ণ কয়েকটি USSD কোড
- 4G/3G/2G Internet Offers *111*1*3#
- Chhota Credit *111*1*6#
- Recharge Offer *111*1*7#
- Voice, SMS, Roaming Offers *111*1*8#
- My Balance *111*2*1#
- Internet Usage/Data Usage *111*2*2#
- Stop VAS *111*3*1#
- Start VAS *111*3*2#।