নেটওয়াক ছাড়াও করা যাবে কল, রাজ্যজুড়ে চালু হলো Vi-এর VoWi-Fi

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে যে সকল টেলিকম সংস্থাগুলি নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। তবে এই টেলিকম সংস্থা অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় গ্রাহক সংখ্যার নিরিখে অনেকটা পিছিয়ে রয়েছে।

Advertisements

অন্যদিকে আবার এই টেলিকম সংস্থা সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে তারাও তাদের পরিষেবাকে আরও উন্নত করে তোলার জন্য নতুন নতুন প্রযুক্তির ব্যবহারে গ্রাহকদের মন জয় করে চলেছে। সম্প্রতি এই টেলিকম সংস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWi-Fi) পরিষেবা প্রদান শুরু করলো। আগে এই পরিষেবা ব্যবহার করা যেত কেবলমাত্র উত্তরপ্রদেশ, কলকাতা, মহারাষ্ট্র এবং গোয়া, গুজরাট, উত্তরপ্রদেশ পূর্ব, দিল্লি, রাজস্থান এবং মুম্বইয়ে।

Advertisements

নতুন এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা তাদের ফোনে নেটওয়ার্ক না থাকলেও কথা বলতে পারবেন। তবে এই পরিষেবা ব্যবহার করার জন্য অবশ্যই VI গ্রাহকদের VoWi-Fi কলিং এর সুবিধা রয়েছে এমন স্মার্টফোন ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Apple iPhone 13, OnePlus, Oppo, Samsung, Realme এবং Xiaomi কোম্পানির একাধিক নতুন ডিভাইসে কি সুবিধা ব্যবহার করা যাচ্ছে।

Advertisements

এই পরিষেবা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের যেকোনো একটি শক্তিশালী ওয়াইফাই-এর সঙ্গে নিজের ডিভাইস সংযুক্ত থাকতে হবে। এছাড়াও গ্রাহকের থাকতে হবে 4G সিম কার্ড। এখনই ব্যবহারকারীর স্মার্টফোনে যদি VoWi-Fi সুবিধা থাকে তাহলে সেটিংসে গিয়ে সেই সুবিধা অন করে দিতে হবে।

এখন গ্রাহকদের মোবাইলে এই পরিষেবা চালু হয়ে যাওয়ার পর নেটওয়ার্কের পাশে ছোট্ট করে VoWi-Fi লেখাটির লক্ষ্য করা যাবে। এরপরেই গ্রাহকরা স্বাচ্ছন্দে এই পরিষেবা বহন করতে পারবেন। তবে মনে রাখা জরুরী, এই পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে গ্রাহকদের সিমকার্ডে অবশ্যই একটি সক্রিয় রিচার্জ প্ল্যান থাকতে হবে।

Advertisements