বাংলাএক্সপি ডেস্কঃ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর এখন সাধারণ মোবাইল গ্রাহকরা কোন টেলিকম সংস্থায় সস্তায় পরিষেবা পাওয়া যাচ্ছে তার খোঁজে ব্যস্ত। খুঁজবেনই না বা কেন! কেননা আগের থেকে মোবাইল রিচার্জের খরচ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এমন পরিস্থিতিতেই এবার এয়ারটেল ও ভিআই-এর মধ্যে মোবাইল রিচার্জের দামের তুলনা করলে দেখা যাচ্ছে, এয়ারটেলের থেকে ৩০০ টাকা কমে ভিআই (Airtel vs VI) তাদের গ্রাহকদের দুর্দান্ত সুবিধা দিচ্ছে।
বহু গ্রাহক রয়েছে যারা দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান রিচার্জ করে থাকেন। আসলে প্রতি মাসে মাসে রিচার্জ করার বদলে দীর্ঘমেয়াদী রিচার্জ করা হলে রিচার্জের খরচ অনেকটাই কমে যায়। এছাড়াও প্রতি মাসে মাসে রিচার্জ করতে হবে এমন ঝামেলা থাকে না। প্রতি মাসে মাসে রিচার্জ শেষ হয়ে যাওয়ার ফলে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার চিন্তা থাকে না।
যে সকল গ্রাহকরা এমন দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান রিচার্জ করে থাকেন তাদের জন্য ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই এয়ারটেলের থেকে ৩০০ টাকা কমে একই রকম সুবিধা দিচ্ছে। তফাৎ বলতে রয়েছে কেবলমাত্র দুই এক জায়গায়। তবে যে সকল জায়গায় তফাৎ রয়েছে তা এখন খুব বেশি সংখ্যক গ্রাহকদের উপর প্রভাব ফেলে না। যেমন 5G নেটওয়ার্ক। এয়ারটেলের 5G নেটওয়ার্ক থাকলেও ভোডাফোন আইডিয়ার নেই। আবার দেশের খুব বেশি সংখ্যক গ্রাহকদের কাছে 5G স্মার্টফোন রয়েছে এমনও নয়।
এয়ারটেলের এক বছরের রিচার্জ প্ল্যান: এয়ারটেল তাদের গ্রাহকদের পুরো ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের জন্য একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যার দাম হলো ৩৯৯৯ টাকা। ৩৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেয়ে থাকেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও দেওয়া হচ্ছে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন এক বছরের জন্য, 5G আনলিমিটেড ডেটা, এয়ারটেল এক্সট্রিম প্লে, Wynk হ্যালো টিউনস, অ্যাপোলো 24/7 সার্কেল।
ভিআই এক বছরের রিচার্জ প্ল্যান : ভিআই গ্রাহকরা ৩৬৯৯ টাকায় একটি রিচার্জ প্ল্যান পাচ্ছেন যার ভ্যালিডিটি হলো ৩৬৫ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে থাকেন। তবে এই রিচার্জ প্ল্যানে আরও যে সকল সুবিধা দেওয়া হচ্ছে সেগুলি হল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড সার্ফিং, স্ট্রিমিং, সপ্তাহান্তে ডেটা রোলওভার সুবিধা, এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন ইত্যাদি।