Vi offer: খেল দেখানো শুরু করল Vi, এবার কোন খরচ ছাড়াই গ্রাহকরা পাবেন এই সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে অস্তিত্ব টিকিয়ে রাখা টেলিকম সংস্থাগুলির মধ্যে একটি হল ভোডাফোন আইডিয়া (Vi)। একসময় এই টেলিকম সংস্থার বিপুলসংখ্যক গ্রাহক থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারণে গ্রাহকরা ধীরে ধীরে এই টেলিকম সংস্থা থেকে মুখ সরিয়ে নিতে শুরু করেন। তবে এই টেলিকম সংস্থা বারবার ঘুরে দাঁড়ানোর জন্য নানান পদক্ষেপ গ্রহণ করছে।

Advertisements

Vi টেলিকম সংস্থা ভারতের বাজারে এখনো পর্যন্ত 5G পরিষেবা চালু করতে না পারলেও তারা তা খুব তাড়াতাড়ি চালু করবে বলেই জানানো হয়েছে সম্প্রতি। আরও উল্লেখযোগ্য বিষয় হল এই টেলিকম সংস্থার বড় অংশীদারিত্ব রয়েছে কেন্দ্র সরকারের। মূলত সংস্থাটিকে বাঁচানোর জন্যই কেন্দ্র সরকার সংস্থার শেয়ার নিজেদের হাতে নিয়েছিল। আর এবার এই টেলিকম সংস্থা নতুন একটি অফার (Vi offer) দিতে শুরু করল তাদের গ্রাহকদের।

Advertisements

বর্তমানে প্রায় সব টেলিকম সংস্থাকেই বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন পরিষেবা চালু করতে দেখা যাচ্ছে। ঠিক সেই রকমই এবার ভোডাফোন আইডিয়া অন্যান্য টেলিকম সংস্থার মতো ই-সিম পরিষেবা চালু করল। প্রাথমিকভাবে এই পরিষেবা মুম্বাইয়ে শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আর যে সকল প্রিপেড গ্রাহকরা ই-সিম পরিষেবা নিতে চান তারা সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Tips for AC: গরমে এসি চালানোর আগে করতে হবে এই ৬ কাজ, না হলে বাড়বে বিপদ

যে সকল গ্রাহকদের কাছে Apple iPhone XR, Vivo X90 Pro, Nokia G60, Nokia X30, স্যামসাং ফ্ল্যাগশিপ গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি ফোল্ড, গ্যালাক্সি জেড ফোল্ড ২ রয়েছে, সেই সকল গ্রাহকরা ভোডাফোন আইডিয়ার ই-সিম পরিষেবা পাবেন বলেই জানা যাচ্ছে সংস্থা সূত্রে। এই সকল গ্রাহকদের ই-সিম নেওয়ার জন্য এক টাকাও খরচ করতে হবে না। সংস্থার তরফ থেকে গ্রাহকদের মোবাইল নম্বর অপরিবর্তিত রেখেই ব্যবস্থা করে দেওয়া হবে। স্মার্ট ফোন ছাড়াও স্মার্টওয়াচের ক্ষেত্রেও এই পরিষেবা পাওয়া যাবে।

ই-সিম পরিষেবা একটি দুর্দান্ত পরিষেবা। কারণ এই পরিষেবার মাধ্যমে গ্রাহকদের কোন সিম কার্ড মোবাইলে রাখতে হয় না। এছাড়াও এই পরিষেবার মাধ্যমে একাধিক প্রোফাইল তৈরি করা যায়। এর ফলে সিম কার্ড হারিয়ে যাওয়া অথবা অন্য কোন আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায় না ই-সিম। যে কারণে ভবিষ্যতে এই পরিসেবা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements