নিজস্ব প্রতিবেদন : Vodafone এবং Idea দিন কয়েক আগেই একত্রিত হয়ে তাদের নতুন সংস্থার নাম ঘোষণা করেছে VI। আর এই নতুন নামে সংস্থার আত্মপ্রকাশের পরই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছিল তারা তাদের গ্রাহকদের সামনে একাধিক নতুন সুবিধা নিয়ে আসবে। আর সেই মতো এবার এই সংস্থার তরফ থেকে ৪টি রিচার্জ প্ল্যান আনা হলো।
VI এর তরফ থেকে যে ৪টি নতুন রিচার্জ প্ল্যান আনা হয়েছে সেই ৪টি রিচার্জ প্ল্যান হলো ৪০৫ টাকা, ৫৯৫ টাকা, ৭৯৫ টাকা এবং ২৫৯৫ টাকার। এর পাশাপাশি এই চারটি রিচার্জ প্ল্যানের সাথে VI তাদের গ্রাহকদের এক বছরের জন্য ZEE5 সাবস্ক্রিপশন দিচ্ছে বিনামূল্যে।
৪০৫ টাকা : ৪০৫ টাকার নতুন এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ৯০ জিবি ডেটা। এরপর সাথে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানের সাথে এক বছরের জন্য ZEE5 সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৫৯৫ টাকা : ৫৯৫ টাকা রিচার্জ প্ল্যানে VI গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। পাশাপাশি রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। এই রিচার্জ প্ল্যানের সাথে এক বছরের জন্য ZEE5 সাবস্ক্রিপশন বিনামূল্যে।
৭৯৫ টাকা : ৭৯৫ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ২ জিবির ডেটা এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই রিচার্জ প্ল্যানের সাথে এক বছরের জন্য ZEE5 সাবস্ক্রিপশন বিনামূল্যে।
২৫৯৫ টাকা : এই রিচার্জ প্ল্যানের সাথে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই রিচার্জ প্ল্যানের সাথে এক বছরের জন্য ZEE5 সাবস্ক্রিপশন বিনামূল্যে।