নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে একচ্ছত্র রাজ করে চলেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio। আর এই সংস্থার তরফ থেকে একের পর এক দেওয়া নতুন নতুন অফারে গ্রাহকরা জিওর দিকে ঝুঁকে পড়লেও অন্যান্য টেলিকম সংস্থাগুলিও Jio কে টেক্কা দিতে অফারের খামতি রাখছে না। সম্প্রতি VI নিজেদের বাজার ধরে রাখতে তিনটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের কথা ঘোষণা করলো।
সেপ্টেম্বর মাসের ২ তারিখ Vodafone এবং Idea একত্রিত হয়ে তাদের নতুন সংস্থা VI প্রকাশ্যে আনে। আর এই নতুন সংস্থা আসার সাথে সাথেই তাদের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গ্রাহকদের সামনে নিরবিচ্ছিন্ন পরিষেবা এবং নতুন নতুন অফার তুলে দেওয়ার বিষয়ে। আর সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করে ঠিক তারপর দিনেই VI ডাবল ডেটা বেনিফিট যুক্ত তিনটি রিচার্জ প্ল্যানের ঘোষণা করে। এই তিনটি রিচার্জ প্ল্যান হল ২৯৯, ৪৯৯ এবং ৬৯৯ টাকার।
২৯৯ টাকা : এই রিচার্জে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৪ জিবি করে ডেটা। এর সাথে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি মোট ২৮ দিন। এই প্ল্যানে আগে ২ জিবি ডেটা পাওয়া যেত। যদিও এই অফার সীমিত সময়ের জন্য বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
৪৪৯ টাকা : এই রিচার্জে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৪ জিবি করে ডেটা। এর সাথে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি মোট ৫৬ দিন। এই প্ল্যানে আগে ২ জিবি ডেটা পাওয়া যেত। এখন বাড়তি আরও ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই অফারও সীমিত সময়ের জন্য বলে জানিয়েছে সংস্থা।
৬৯৯ টাকা : আগের দুটি রিচার্জ প্ল্যানের মতোই এই রিচার্জে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৪ জিবি করে ডেটা। এর সাথে রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি মোট ৮৪ দিন। এই প্ল্যানে আগে ২ জিবি ডেটা পাওয়া যেত। এই অফার সীমিত সময়ের জন্য বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।