নিজস্ব প্রতিবেদন : ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান আনার যে নির্দেশ দিয়েছিল ট্রাই, সেই নির্দেশ অনুসারে ইতিমধ্যেই Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। তবে দুটি নতুন রিচার্জ প্ল্যান এনে থেমে থাকল না এই টেলিকম সংস্থা। তারা আবার নতুন দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো। নতুন এই দুটি রিচার্জ প্ল্যান আনার পরিপ্রেক্ষিতে তাঁদের ৩০ ও ৩১ দিনের মোট রিচার্জ প্ল্যানের সংখ্যা দাঁড়াল ৪।
এর আগে এই টেলিকম সংস্থার ৩০ ও ৩১ দিনের যে দুটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছিল সেই দুটি রিচার্জ প্ল্যান ছিল ৩২৭ এবং ৩৩৭ টাকার। আর এবার তাঁরা যে দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো সেই দুটি রিচার্জ প্ল্যান হল ১০৭ এবং ১১১ টাকার। নতুন এই দুটি রিচার্জ প্ল্যানে এই টেলিকম সংস্থাকে সুবিধা দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক।
১০৭ টাকা : এই রিচার্জ প্ল্যানে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা পাবেন ১০৭ টাকা টকটাইম। এর ভ্যালিডিটি মোট ৩০ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে রয়েছে যে কোন নেটওয়ার্কে ১ পয়সা প্রতি সেকেন্ড কল। সঙ্গে রয়েছে ২০০ এমবি ডেটা। তবে এই রিচার্জ প্ল্যানে আউটগোয়িং এসএমএস-এর কোন অসুবিধা নেই।
১১১ টাকা : ১০৭ টাকার মতোই সুবিধা রয়েছে এই ১১১ টাকার রিচার্জ প্ল্যানে। তবে এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩১ দিন এবং এতে টকটাইম রয়েছে ১১১ টাকা।
অন্যদিকে এই একই সুবিধা দেওয়া হয় ভোডাফোনের পুরাতন একটি রিচার্জ প্ল্যান ৯৯ টাকায়। ৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে থাকেন ৯৯ টাকা টকটাইম, যে কোন নেটওয়ার্কে এক পয়সা প্রতি সেকেন্ড কল, কোনরকম এসএমএস করার সুবিধা নেই এবং এর ভ্যালিডিটি ২৮ দিন।