নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ভোডাফোন আইডিয়া বা VI। এই সংস্থার তরফ থেকে এবার তিনটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো। যার মধ্যে একটিতে রয়েছে রোজ ৬ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট।
এই টেলিকম সংস্থার তরফ থেকে যে তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনা হয়েছে সেগুলি হল ৯৮, ১৯৫ এবং ৩১৯ টাকার। এই তিনটি রিচার্জ প্ল্যানের মধ্যে ১৯৫ টাকা এবং ৩১৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে Vi মুভি এবং টিভি সাবস্ক্রিপশন। এরমধ্যে আবার ৩১৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ৬ ঘণ্টা করে আনলিমিটেড ইন্টারনেট করার সুবিধা।
৯৮ টাকা : এই রিচার্জ প্ল্যানটি মূলত ডেটা বুস্টার হিসাবে লঞ্চ করা হয়েছে। এতে ৯ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট ২১ দিনের ভ্যালিডিটি।
১৯৫ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। সঙ্গে রয়েছে ২ জিবি ডেটা এবং ৩০০টি এসএমএস। এর ভ্যালিডিটি ৩১ দিন।
৩১৯ টাকা : এতে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। পাশাপাশি রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এছাড়াও এতে রয়েছে রাত্রি ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট করার সুবিধা। এছাড়াও সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা শনিবার এবং রবিবার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানের বৈধতা ৩১ দিন।