Victoria Memorial Metro Station: মাটির বিশাল নিচে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন, যাবে কোন পথে?

Prosun Kanti Das

Published on:

Victoria Memorial Metro Station is going to be built much below the ground: আবারো ইতিহাস রচনার পথে এগোচ্ছে কলকাতা মেট্রো। তৈরি করা হচ্ছে নতুন মেট্রো রেল স্টেশন। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত মেট্রো রেলপথে ভিক্টোরিয়া মেট্রো রেলস্টেশন (Victoria Memorial Metro Station) তৈরির কাজ শুরু হয়েছে। ডায়াফ্রাম ওয়াল তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে এলাকায় মেট্রো স্টেশন তৈরি হবে তার চারপাশ ঘিরে ফেলা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাছাড়াও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং সেই মতো প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে। এই রেলস্টেশনটি নিয়ে বেশ কৌতুহল প্রকাশ করেছে সমগ্র কলকাতা বাসি।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ভিক্টোরিয়া মেট্রো রেলস্টেশন (Victoria Memorial Metro Station) সম্পর্কে বেশ কিছু তথ্য জানানো হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে, স্টেশনটির দৈর্ঘ্য হবে ৩২৫ মিটার। স্টেশন তৈরি করার আগে চারপাশ ঘেরার জন্য ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হচ্ছে। তার জন্য বেশ কিছু স্ল্যাব তৈরি করা হবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত ১১৫ মিটার ডায়াফ্রাম ওয়াল তৈরি করা সম্ভব হয়েছে, আরও ৫৯৪ মিটার ওয়াল তৈরি করা বাকি রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনটি মাটি থেকে ১৪.৭ মিটার গভীরে তৈরি করা হবে বলে জানা গেছে।

খিদিরপুর, ভিক্টোরিয়া (Victoria Memorial Metro Station), পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড এই ৪ টি স্টেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। স্টেশন ৪ টি তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। খিদিরপুর সেন্ট থমাস স্কুলে লঞ্চিং শাফট্ তৈরি করা হচ্ছে। সেখান থেকেই ২ টি বোরিং মেশিন নিচে নামানো হবে। ভিক্টোরিয়া স্টেশন তৈরি করার সময় যে কম্পন হবে তাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধটির কোন ক্ষতি হবে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। সব বিষয়ে নিশ্চিত ধারণা লাভের জন্য চলছে সমীক্ষা।

আরও পড়ুন 👉 Metro Time: টিকিট বুকিং থেকে মেট্রোর সময়সূচিতে বদল, না জানলে মিস হবে ট্রেন

মাদ্রাজ আইআইটি ভিক্টোরিয়ার তলদেশে মেট্রো স্টেশন তৈরি করা নিয়ে সমীক্ষা চালায়। তাতে এখনো পর্যন্ত কোনো দুশ্চিন্তার খবর পাওয়া যায়নি। সমীক্ষায় বলা হয়েছে স্টেশনটি (Victoria Memorial Metro Station) সুরক্ষিত ভাবেই তৈরি করা সম্ভব। ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধের কোনরকম ক্ষতির সম্ভাবনা এখনও পর্যন্ত চোখে পড়েনি সমীক্ষায়। স্টেশনটি তৈরি করা হবে টপ ডাউন পদ্ধতিতে অর্থাৎ উপর থেকে নিচের দিকে। সেই জন্য ডায়াফ্রাম ওয়াল তৈরি করার প্রয়োজনীয়তা পড়ছে। অনেক জটিলতার পর ভিক্টোরিয়া সৌধটির কর্তৃপক্ষ স্টেশনটি তৈরি করার অনুমতি দিয়েছে। আর তাই মেট্রো রেল কর্তৃপক্ষ এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। জোকা থেকে বি-বা-দীবাগ পর্যন্ত এই মেট্রো রেলপথ স্থাপিত হবে। অর্থাৎ এখন থেকে কলকাতার মধ্যে এদিক-ওদিক যাতায়াতের জন্য বাস বা ট্যাক্সি এর উপর ভরসা করতে হবে না। মেট্রোরেল তৃতীয় অপশন হিসেবে থাকবে যাত্রীদের কাছে।

অনেকের মনে প্রশ্ন এসেছে স্টেশনটি কোথায় তৈরি করা হবে? সৌধের নিচে? না, স্টেশনটি তৈরি হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একেবারে বিপরীত দিকে। মেট্রো স্টেশনের ২ টি গেট তৈরি করা হবে। একটি থাকবে এসএসকেএম হসপিটালের দিকে। আরেকটি থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তবে মেট্রো রেল পথটি যাবে ভিক্টোরিয়া সৌধটির তলা দিয়েই। ঠিক এই কারণেই ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফ থেকে মেট্রো স্টেশন (Victoria Memorial Metro  Station) তৈরি করার অনুমতি পাওয়া যাচ্ছিল না। বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই বিষয়ে। রীতিমতো কৃত্রিম কম্পন সৃষ্টি করে দেখা হয়েছে তাতে সৌধের কোন ক্ষতি হচ্ছে কিনা? সব দিক বিবেচনা করার পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছেন। আবেদন করা থেকে অনুমতি পাওয়া অব্দি সময় লেগেছে প্রায় ৫ থেকে ৬ বছর। তৈরি হলে শুধু ভিক্টোরিয়া চত্বর নয়, উপকৃত হবে এসএসকেএম এর রোগীরাও।