Man sleeps on Railline: রেল লাইনের উপরেই নিশ্চিন্তের ঘুম, ট্রেন থামিয়ে ঘুম ভাঙাতে হল চালককেই

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Man sleeps on Railline: Man sleeps on Railline: রেল লাইনের উপরেই নিশ্চিন্তের ঘুম, ট্রেন থামিয়ে ঘুম ভাঙাতে হল চালককেই। রেললাইনকে (Man sleeps on Railline) বিছানা বানিয়ে, সেখানেই নিশ্চিন্তের ঘুম দেবার কথা আমরা হয়তো ভাবতেও পারি না। কিন্তু এক ব্যক্তি সেই চিন্তাকেই বাস্তব করে দেখিয়ে দিয়েছেন। এবং সে এতটাই গভীর ঘুমে ছিলেন যে তাকে ডেকে তোলার জন্য ট্রেন থামিয়ে চালককে নেমে আসতে হয়েছে। ঘটনাটা অবাস্তব মনে হলেও, একেবারেই অবাস্তব নয়। বাস্তবেই ঘটতে দেখা গেছে, এই ঘটনা।

Advertisements

বাংলা ভাষায় কয়েকটি শব্দ প্রচলিত রয়েছে। কেউ খুব বেশি ঘুমালেই আমরা কথার পরিপ্রেক্ষিতে বলি কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে। অথবা মরণ ঘুম ঘুমাচ্ছে। এই ঘটনার ক্ষেত্রে এই শব্দগুলি বোধহয় এক্কেবারে উপযুক্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। সেই ভিডিও থেকেই জানা গেছে এই ঘটনার কথা। রেল লাইনের উপর দিয়ে আমরা অনেকেই চলাচল করি কিন্তু সেটা নিজেদেরকে বাঁচিয়ে। ট্রেন চলাচলের সময় রেললাইনের উপর দিয়ে কেউ হাঁটতে পর্যন্ত রাজি নয়। সেখানে রেললাইনের (Man sleeps on Railline) উপরেই নিশ্চিন্তের ঘুম দিলেন এক ব্যক্তি। এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি যে ট্রেন থামিয়ে চালককে নেমে আসতে হয়েছিল তাকে ডেকে তোলার জন্য।

Advertisements

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ভাইরাল হওয়া এই ভিডিও থেকে জানা যাচ্ছে রেল লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। দুটি লাইনের মাঝে যে সিমেন্টের স্ল্যাব থাকে তার উপর শুয়ে রেললাইনের (Man sleeps on Railline) লোহার পাতটিকেই বানিয়ে নিয়েছেন বালিশ। নিশ্চিন্তের ঘুম দিচ্ছেন তিনি। নিঃসন্দেহে এটাই তার শেষ ঘুম হওয়ার কথা ছিল। কিন্তু চালকের তৎপরতায় আরো কিছুদিন পৃথিবীর বুকে বেঁচে থাকার সুযোগ পেয়ে গেলেন তিনি। তার এই ঘুমের ভিডিও রাতারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

আরো পড়ুন:  দুখন্ড হয়ে গেল ট্রেন, পড়ে রইল ৮টি কোচ, ভারতীয় রেলের নতুন কীর্তির ভিডিও

তিনি শুধু রেললাইনে শুয়েই পড়েননি, রোদের হাত থেকে বাঁচতে নিজেকে আড়াল করেছেন ছাতার সাহায্যে। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে এত আরামের ঘুম দেওয়া বোধয় মুখের কথা নয়। ওই ব্যক্তি যে রেল লাইনের (Man sleeps on Railline) উপর ঘুমাচ্ছিলেন সেই লাইনেই আসছিল একটি ট্রেন। দূর থেকে ওই ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে হর্ন বাজিয়ে ছিল চালক। কিন্তু তাতে কোন লাভ হয়নি। এরপর এমার্জেন্সি ব্রেকের সাহায্যে কিছু দূরে ট্রেন থামাতে সফল হন তিনি। হর্ণের শব্দ, রেল লাইনে হওয়া কম্পন কোন কিছুতেই যখন ওই ব্যক্তির ঘুম ভাঙ্গেনি তখন চালক একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ট্রেন থামিয়ে ট্রেন থেকে নেমে ওই ব্যক্তির গায়ে হাত ছোঁয়াতেই ওই ব্যক্তিটি ধরফরিয়ে উঠে বসে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ট্রেন লাইনের উপর শুয়ে আছেন এবং একটি ট্রেন ক্রমাগত তার দিকে এগিয়ে চলেছে। সেই ট্রেনে থাকা কোন ব্যক্তি এই ভিডিওটি তুলেছেন। ওই ব্যক্তিকে ঘুম থেকে তুলে দেওয়ার পর ট্রেনটি আবার নিজের গন্তব্যে রওনা হয়। কিন্তু যে ভিডিওটি করা হয়েছে সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের নানারকম মন্তব্যে ভরে যায় ভিডিওর কমেন্ট বক্স। কেউ বলছেন যমরাজ হয়তো সেই মুহূর্তে ছুটিতে ছিলেন, না হলে ওনার আজ উপরেই থাকার কথা ছিল। আবার কেউ বলছেন যমরাজ ওই লোকো পাইলটকে কখনো ক্ষমা করবেন না। কারো মতে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু ভুলবশত ঘুমিয়ে পড়েছেন। কিন্তু ছাতা নিয়ে তিনি কি করছিলেন? অনেকে আবার রেল চালকের প্রশংসা করার পাশাপাশি শাস্তির দাবি তুলেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে।

Advertisements