Arijit Singh Holi Celebration: রঙ মেখে ভুত! দোলের দিন অরিজিৎ সিং ধরা পড়লেন অন্য মেজাজে! দেখলে চেনাই যাবে না

Prosun Kanti Das

Published on:

A video has gone viral of Holi Celebration of Arijit Singh: সোমবার ছিল রঙের উৎসব হোলি। পাড়ায় পাড়ায় যেমন পাড়ার বাচ্চারা থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা মেতে উঠেছিল বিভিন্ন রঙে, তেমনি সেলিব্রেটিরা এক এক জায়গায় আড়ম্ভঢ় করে পালন করে এই হোলি উৎসব। তবে প্রত্যেকটি সেলিব্রিটি থেকে সম্পূর্ণ ভিন্নভাবে হোলি উদযাপন (Arijit Singh Holi Celebration) করে নজর কাড়লেন আবারো সংগীত জগতের সুরকার তথা গায়ক অরিজিৎ সিং।

আমরা সকলেই জানি অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এর বাসিন্দা। তিনি বর্তমানে মুম্বাইতে বসবাস করলেও সুযোগ পেলেই জিয়াগঞ্জে ছুটে আসেন। জিয়াগঞ্জের মানুষদের সাথে তিনি আজও সেই ছোট্টবেলার সমুর মতই আচরণ করেন। সোমবারও তার আচার ব্যবহারের কোন অন্যথা হয়নি। রীতিমতো পাড়ার ছেলে সমু হিসাবে সকলের সঙ্গে রং খেলায় মত্ত হন তিনি। শুধুমাত্র নিজের গুটি কয়েক বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজন নয়, পাড়ার সমস্ত সমবয়সী বন্ধুদের নিয়ে পাড়ার বাচ্চাদের সঙ্গে প্রাণ খুলে আবির মাখেন তিনি।

বন্ধুদের সঙ্গে পাড়ায় জমিয়ে আড্ডা দিতে বসেন। তবে অরিজিৎ সিং কে দেখে ভক্তদের ভিড় জমে যাওয়ায় তিনি সেখান থেকে তার স্কুটি করে বেরিয়ে যান। কোন ভক্তদেরই তিনি নিরাশ করেননি। তাই যে মানুষই তাকে আবির দিতে এসেছেন, তাকেই সাদরে গ্রহণ করেছেন (Arijit Singh Holi Celebration) তিনি। এমনকি একজন দম্পতি তাকে রাস্তার মাঝখানে থামিয়ে আবির দেন, তাদেরও নিরাশ করেননি তিনি।

যেখানে বড় বড় সেলিব্রেটিরা বড় বড় জায়গায় নানা ধরনের খাবার, গান বাজনা ও আড়ম্বরের সাথে হোলির উৎসব উদযাপন করছেন। সেখানে অরিজিৎ সিং অর্থাৎ জিয়াগঞ্জের সমু তার পাড়ার লোকেদের সাথে একেবারে ছোটবেলার আনন্দে ফিরে গেছেন (Arijit Singh Holi Celebration)।

আরও পড়ুন ? Arijit Singh Autograph Viral Video: হাতের কাছে কিছুই ছিল না, শেষমেষ অটোগ্রাফ নিতে অরিজিৎকে গায়ের টপ ছুঁড়লেন মহিলা

অরিজিৎ সিং রিয়েলিটি টিভি শো ‘ফেম গুরুকুল’ এ অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক স্বীকৃতি লাভ করেন, যেখানে প্রতিযোগিতায় জয়ী না হওয়া সত্ত্বেও তার সুরেলা কন্ঠস্বর বেশ সমাদৃত হয়েছিল। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম খ্যাতি পান যখন সঞ্জয় লীলা বনসালি তাকে সাওয়ারিয়ার জন্য “ইয়ুন শবনমি” গান গাওয়ার সুযোগ দেন।

ধীরে ধীরে তার জনপ্রিয়তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে কিন্তু তিনি খ্যাতির সাগরে কোনদিনই নিজেকে ভাসিয়ে দেননি। তিনি যতই বড় বড় পুরস্কার পান না কেন, তিনি নিজেকে কখনোই জিয়াগঞ্জের মানুষের থেকে আলাদা করতে পারেননি। আজও তিনি পাড়ার আর পাঁচটা মানুষের মতো সকলের সঙ্গে মিশে থাকেন। আর এখানেই তিনি অন্য সকল সেলিব্রিটিদের থেকে আলাদা।