Viral Video: ৯৫ বছরেও কঠোর পরিশ্রম! পেটের দায়ে ফুচকাওয়ালা পুষ্পকে দেখে মন খারাপ নেটিজেনদের

Antara Nag

Published on:

Advertisements

Video of 95-year-old Phuchkawala Pushpa Mondal has gone viral on social media: জীবন মানেই লড়াই। যতদিন বেঁচে থাকবেন যতদিন জীবন থাকবে ততদিনে মানুষকে লড়াই করে যেতে হবে। সেটা শারীরিকভাবে হোক বা মানসিকভাবে। এই জীবন যুদ্ধের লড়াইয়ে কেউ কঠোর পরিশ্রম করে সুখের মুখ দেখে আবার কেউ হেরে গিয়ে থমকে যায়। তেমনি সোশ্যাল মিডিয়ায় (Viral Video) উঠে এসেছে এক ৯৫ বছর বয়সী বৃদ্ধার জীবনযুদ্ধের লড়াই। যা দেখে মন বিষন্ন নেটবাসীর। বৃদ্ধার গল্প শুনলে চোখে জল ধরে রাখতে পারবেন না আপনিও।

Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়া পৃথিবীর কোনারকোনার খবর তুলে ধরার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। যার নেটবাসীর নজরে এলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সারা দুনিয়া জুড়ে। তেমনি নেটদুনিয়ায় (Viral Video) উঠে এসেছে এক বৃদ্ধার জীবনযুদ্ধের লড়াই। বয়স ৯৫ বছর। ওপার বাংলার মানুষ তিনিষ কিন্তু স্বামীর মৃত্যুর পর পেটের দায়ে জীবন বাঁচাতে চলে আসতে হয় এপার বাংলায়। যে বয়সে বিশ্রাম নেওয়ার কথা সেই বয়সে দুটো খাবারের তাগিদে অক্লান্ত পরিশ্রম করছেন বৃদ্ধা পুষ্প মন্ডল।

Advertisements

নেটদুনিয়া সূত্রে খবর, একসময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন বৃদ্ধা পুষ্প মন্ডল। স্বামীকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তারপরেই জীবন বাঁচাতে তিনি চলে আসেন এপার বাংলায়। মধ্যমগ্রামের স্থানীয় যুবকদের সহায়তায় অস্থায়ী মাথা গোঁজার ঠাঁই মেলে তার। কিন্তু শুধু আশ্রয় নিলে তো হবে না, পেটের জ্বালাতে মেটাতে কিছু তো করতে হবে। তাই ৯৫ বছর বয়সী বৃদ্ধা বেছে নেন ফুচকা বিক্রির ব্যবসা। শরীর দুর্বল, মুখে বার্ধক্যের ছাপ কিন্তু তবুও পেটের জ্বালা মেটাতে কঠোর পরিশ্রম করে চলেছেন বৃদ্ধা পুষ্প মন্ডল।

Advertisements

আরও পড়ুন ? Dhruv Rathee: দেশ হিলিয়ে দিয়েছেন ধ্রুব রাঠি! জানেন প্রতি মাসে কত টাকা কামান এই ইউটিউবার

মধ্যমগ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় যুবকদের সহায়তায় মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া সুভাষপল্লী কোয়ার্টারের পিছনে একটি অস্থায়ী ছাউনিতে দিন কাটান পুষ্প মন্ডল। একটি কন্যা। ফুচকা বিক্রি করে মেয়েকে কোনোরকমে বিবাহ দিয়েছেন তিনি। কিন্তু মেয়ের সংসারেও অর্থকষ্ট। কাজ করে সংসার চালাতে হয় পুষ্পর মেয়েকে। তাই মেয়ের সংসারে বোঝা হতে চাননি তিনি। তাই এই বয়সে এসেও খিদের জ্বালা মেটাতে মধ্যমগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সংলগ্ন মাঠের ধারে বিকেলবেলা ফুচকা নিয়ে বসেন তিনি। নিজেই গাড়ি ঠেলে নিয়ে আসেন মাঠে। বিকেল থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত বিক্রি বাটা করেন তিনি।

আজও চালিয়ে যাচ্ছেন তার সেই অক্লান্ত পরিশ্রম। পূর্বে তার ফুচকার বিক্রি ভালো ছিল। কিন্তু বর্তমানে বিক্রি কমে যাওয়ায় তার রোজগারও কমে গিয়েছে। দিনে যা ১০০, ২০০ টাকা রোজগার করেন তাতেই পেট চালান তিনি। কোনো কোনো দিন সকাল-রাতে ছাতু, মুড়ি খেয়ে দিন কাটাতে হয় তাকে। দুপুরে খান মাছের ঝোল ভাত। বিকেল হলেই ঠেলাগাড়ি নিয়ে চলে যান ফুচকা বিক্রি করতে। কাঁপা কাঁপা হাতে আলু মেখে, টক জল মিশিয়ে জিভে জল আনা ফুচকা মুখে তুলে দেন ক্রেতাদের। যা জানিয়েছেন বৃদ্ধার মেয়ে। বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল (Viral Video) তিনি। যা দেখে মুখ ভার নেটজনতার। অনেকেই বৃদ্ধার এই বয়সে অক্লান্ত পরিশ্রম দেখে তাকে কুর্নিশ জানিয়েছেন।

Advertisements