বিজনেস টাইকুন মহিন্দ্রা কোম্পানির কর্ণধার আনন্দ মহিন্দ্রা তার সমসাময়িক অন্যান্য বিজনেসম্যানদের থেকে নেট মাধ্যমে অনেক বেশি সক্রিয় থাকেন। তাকে মাঝে মাঝেই নানা সামাজিক ঘটনাক্রম নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে দেখা যায়। সেই রকমই তাঁর শেয়ার করা একটি ভিডিও সম্প্রতি নেট মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানকে কয়েকদিন আগে একটি বাণিজ্যিক ট্রাকের ইন্টেরিয়ারের ভিডিও টুইট করতে দেখা যায়।
ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটি ট্রাককে তার ইন্টেরিয়ার ডিজাইন পরিবর্তন করে একটা অনুষ্ঠান বাড়ির আদল দেওয়া হয়েছে। ট্রাকের মালিকের দাবি এই পোর্টেবল অনুষ্ঠান বাড়ির ২০০ জন অতিথির ধারণ ক্ষমতা রয়েছে। গোটা অনুষ্ঠান বাড়িটির আয়তন ১২০০ স্কয়ার ফুট। এছাড়াও এই ট্রাক কাম অনুষ্ঠান বাড়িটিতে রয়েছে এয়ার কন্ডিশনের সুবিধা। তাছাড়াও গাড়ির অন্দরের সাজ সজ্জা অতি সুন্দর। এই পোর্টেবল অনুষ্ঠান বাড়িটিতে বিয়ে, জন্মদিন বা পিকনিকের মতো অনুষ্ঠান আয়োজিত হতে দেখা গেছে অতীতে।
এই ভিডিয়োটি পোস্ট করে মহিন্দ্রা চেয়ারম্যান লেখেন, “এই কনসেপ্ট ও ডিজাইনটি যিনি করেছেন আমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। এটি খুবই সৃজনশীল কাজ। এর ফলে শুধুমাত্র যে প্রান্তিক এলাকার মানুষই উপকৃত হবেন তাই নয়, কোনও নির্দিষ্ট জায়গা না নেওয়ার ফলে, বিপুল জনসংখ্যার দেশে এই বিষয়টি খুবই পরিবেশ বান্ধব।”
গত ২৫শে সেপ্টেম্বর আনন্দ মহিন্দ্রা নিজের টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করেন। বলা বাহুল্য ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে প্রায় এক কোটিরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সেই সাথে ভিডিওটিতে ৩৭ হাজারের উপর মানুষ লাইক করেছে। শুধু তাই নয় ৪৪৭৬৯ বার রিটুইট হয়েছে ভিডিওটি।
I’d like to meet the person behind the conception and design of this product. So creative. And thoughtful. Not only provides a facility to remote areas but also is eco-friendly since it doesn’t take up permanent space in a population-dense country pic.twitter.com/dyqWaUR810
— anand mahindra (@anandmahindra) September 25, 2022
এমন একটি আশ্চর্যজনক ভিডিও জনসমক্ষে আনার জন্য নেটিজেনদের সকলেই আনন্দ মহিন্দ্রাকে ধন্যবাদ জানিয়েছেন। ভিডিওতে কেউ কেউ এমন মন্তব্যও করেছেন যে, ভারতের মতো একটি জনবহুল দেশে এমন পোর্টেবল অনুষ্ঠান বাড়ি একটি দারুন কনসেপ্ট। ভবিষ্যতে এমন অনুষ্ঠান বাড়ি খুবই উপযোগী হবে বলে তাদের ধারণা।