Viral Video: চার চাকা গাড়ির নেই একটি চাকা। তার সত্বেও রাস্তায় অন্যান্য গাড়ির সাথে তাল মিলিয়ে ছুটে চলেছে এই গাড়ি। শুনতে অবাক লাগলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিও। যা দেখে অবাক হয়েছে স্থানীয় লোক সহ নেটিজেনরা। কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্য। কেউ হাসছে তো কেউ আবার নানা মন্তব্য করছে। কেউ আবার প্রশ্ন করেছে কিভাবে সম্ভব এই গাড়ি চালানো? কোথায় ঘটেছে এই ঘটনা? ভুতুড়ে গাড়ি নাকি অন্য কিছু?
প্রসঙ্গত বর্তমান সময়ে সর্বত্রই সোশ্যাল মিডিয়ার রমরমা। বলা যায় অবসর সময় কাটানোর এক মাধ্যম হয়ে উঠেছে এই সমাজ মাধ্যম। যেখানে সব বয়সী ব্যক্তিরাই নিজেদের সময় কাটায়। কেউ ভিডিও দেখে, কেউ রিলস বানিয়ে তো কেউ নিজের মতো নানান জিনিস পোস্ট করে। তেমনি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটদুনিয়ায়। যেখানে একটি চাকা ছাড়াই রাস্তায় দৌড়াতে দেখা গিয়েছে একটি চার চাকা গাড়িকে। ভিডিওটিতে ঠিক কি দেখা গিয়েছে?
আরো পড়ুন: মুভির স্ক্রিনিংয়ে তেলুগু অভিনেতাকে থাপ্পড় কষালেন এক নারী, পরে জানা গেলো আসল কারণ
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় রাস্তায় একটি চার চাকা গাড়ি চলছে। যে গাড়ির চাকা নেই। তবে গাড়িটি নিজে চলছে না, একজন ব্যক্তি দ্বারাই এই গাড়িটি রাস্তার মধ্যে চলছে। তবে দ্রুত গতিতে গাড়িটিকে চলতে দেখা যায়নি। ভিডিওটিতে গাড়িটিকে হেলে দুলে চলতে দেখা যায়। আবার কোথাও কোথাও গাড়িটিকে থামতেও দেখা যায়। আর সেই দৃশ্যই মুঠোফোনে ক্যামেরাবন্দি করেছে এক পথচারী। যা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
আরো পড়ুন: করবাচৌথের পুজোয় এবার মিয়া খলিফা? কে রাখলেন মিয়া খলিফার জন্য ব্রত?
সমাজ মাধ্যমে মিউট্যান-ক্যানিউড নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে এই ভিডিওটি। শিরোনামে লেখা রয়েছে নাইজেরিয়ায় সবকিছুই সম্ভব। অর্থাৎ এই চাকা ছাড়া গাড়ির ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। তবে এই গাড়ির মালিকের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই উপচে পড়া মন্তব্য দেখা গিয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।
View this post on Instagram
চাকা ছাড়া এই গাড়ি চলতে দেখে ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন যে একটি চাকা নেই, তবু কি ভাবে চলছে গাড়ি, একই ভুতুড়ে গাড়ি নাকি! আবার অন্য এখন নেটবাসী অবাক হয়ে লিখেছেন মাঝেমধ্যে মানুষের দক্ষতা দেখে তিনি অবাক হয়ে যান। এইসব মন্তব্যের পাশাপাশি ভিডিওর লাইক সেকশনে অনেকেই হাসির প্রতিক্রিয়া দিয়েছেন। চাইলে আপনিও ভিডিওটি (Viral Video) দেখতে পারেন। অবাক হওয়ার পাশাপাশি না হেসে থাকতে পারবেন না।