A video of a cobbler’s conversation with a Russian woman in English has gone viral on the social media: বর্তমানে ডিজিটাল যুগে মুহুর্তের মধ্যে খবর পাওয়ার অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। দেশের কোণার কোণার খবর উঠে আসে এই নেটদুনিয়া মাধ্যমে। পাশাপাশি নজরকারা কিছু খবর আবার মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়। শুধু তাই না, খবরের পাশাপাশি বহু মানুষ তাদের ভিতরকার প্রতিভাও মেলে ধরে এই নেটদুনিয়া মাধ্যমে। সেরকমই সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে এক মুচির প্রতিভা (Viral Video of Cobbler)। যা দেখে চোখ কপালে সেই রাশিয়ান ইনফ্লুয়েন্সর সহ নেটিজেনদের। মুচির প্রসঙ্গে প্রশংসার ঝড় ভিডিওর কমেন্ট বক্সে। কি প্রতিভা তুলে ধরেছেন সেই মুচি? ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও।
প্রসঙ্গত, বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকেই বিভিন্ন কনটেন্টের ভিডিও করেন। তেমনি একজন ইনফ্লুয়েন্সার হলেন মারিয়া চুগুরোভা।.যিনি একজন রাশিয়ান ইনফ্লুয়েন্সার। বর্তমানে ভারতে থেকে ভারতের বিভিন্ন ভিডিও এবং তার অভিজ্ঞতা নেটজগতে তুলে ধরেন। এইসব ভিডিওর মধ্যেই মারিয়ার মুম্বাইয়ের একটি ভিডিও নেটদুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয় (Viral Video of Cobbler)। যে ভিডিওতে একটি মুচির দোকানে মুচির সাথে কথোপকথন করতে দেখা গিয়েছে রাশিয়ান যুবতীকে।
ভিডিওটিতে দেখা যায় মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ করেই স্লিপার ছিড়ে যায় মারিয়ার। তারপরে সেখানেই একটি মুচির দোকানে জুতো সারাতে জান মারিয়া। সেই জুতো সারাতে গিয়েই মুচির সাথে কথোপকথনে থ হয়ে যায় রাশিয়ান যুবতী। মারিয়া ব্যক্তিটিকে তার নাম জিজ্ঞাসা করলে বিকাশ বলে পরিচয় দেন। প্রত্যুত্তরে বিকাশ মারিয়াকে কোন দেশ থেকে এসেছেন জিজ্ঞাসা করেন। আবার মারিয়াও বিকাশ নামের মুচিকে কাজ প্রসঙ্গে নানা প্রশ্ন করতে থাকে। তিনি কাজকে ভালোবাসেন কিনা? কত বছর ধরে কাজ করছেন?। পাশাপাশি মারিয়া তাদের দেশ প্রসঙ্গেও বিকাশকে বলেন, তাদের দেশে এরকম জুতো সারাবার কোনো দোকান নেই। জুতো ছিড়ে গেলে ওই ছেঁড়া জুতো পড়েই রাস্তায় হাঁটতে হয়।
এইভাবে কথোপকথন চলতে চলতে ব্যক্তির দিকে তাকিয়ে অবাক হয়ে যান রাশিয়ান যুবতী মারিয়া। কারণ মারিয়ার সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে যান বিকাশ নামের ওই মুচি। মারিয়া তাকে যা যা প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর তিনি ইংরেজিতে দেন।.শুধু তাই না, মারিয়া বিদেশী দেখে যে তার থেকে জুতো সারাবার পারিশ্রমিক হিসেবে বেশি টাকা নেন তা নয়। ১০ টাকা পারিশ্রমিক নেন। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। মুচি হওয়া সত্বেও তিনি যে কতটা শিক্ষিত এবং কতটা ভালো মনের মানুষ তার পরিচয় পাওয়া যায় এই ভিডিওটিতে। পাশাপাশি মারিয়া সহ নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দেয় বিকাশকে।
আরও পড়ুন ? Viral Video: হাসপাতালে দাদুকে শেষবার দেখতে যাওয়ার আগে নাতনি! হার মানাবে বিয়েবাড়ির সাজ
সোশ্যাল মিডিয়ায় @mariechug নামের হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেন রাশিয়ান যুবতী। ভিডিওর শিরোনামে মুচি বিকাশের সম্পর্কে প্রশংসা করে দীর্ঘ পোস্ট লেখেন মারিয়া। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। বহু নেটিজেন এই ভিডিও দেখে মারিয়া এবং মুচির প্রতি ভালোবাসায় ভরিয়ে দেয়। অপরদিকে কেউ কেউ মন্তব্য করেন, রাশিয়ান যুবতী হয়েও তিনি কত ভালো হিন্দি বলতে পারেন। আবার কেউ বিকাশের বড় মনের প্রশংসা করে বলেন, তিনি যুবতীকে বিদেশি দেখেও ঠকাবার চেষ্টা করেননি, দশ টাকায় নিয়েছেন। আবার কেউ রসিকতার সুরে বলেন, কাকু চমৎকার ইংরেজি বলে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটির (Viral Video of Cobbler) ভিউজ সংখ্যা দাঁড়িয়েছে ৭২ মিলিয়নেরও বেশি। প্রায় ৪৭ লাখের বেশি মানুষ পছন্দ করেছেন এই ভিডিওটি। কমেন্ট বক্সে উঠে এসেছে প্রশংসার ঝড়। চাইলে আপনিও ভিডিওটি দেখে আসতে পারেন। জানাতে পারেন আপনার মতামত।