Arijit Singh: ভারত তথা পৃথিবীর প্রথম সারির গায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। নিজের গান দিয়ে তিনি গোটা বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে দিয়েছেন। তার ফ্যানেদের সংখ্যা নেহাত কম নয়। খ্যাতি এবং প্রতিপত্তি থাকা সত্ত্বেও তিনি পছন্দ করেন একেবারে সাধারণ জীবন যাপন করতে। থাকা সম্প্রতি অরিজিৎ সিংয়ের লন্ডন কনসার্টের একটি আবেগপূর্ণ ভিডিয়ো ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে।
লন্ডন কনসার্টে অরিজিৎ সিং (Arijit Singh) পারফর্ম করেছেন বহু দর্শকের সামনে। সাধারণত মঞ্চে পারফর্ম করার সময় শিল্পীরা নিজেদের পারফরম্যান্সের দিকে বেশি খেয়াল রাখেন। কিন্তু শিল্পী হিসাবে সবার থেকে আলাদা অরিজিৎ সিং তিনি শুধুমাত্র নিজের পারফরম্যান্সের দিকেই নয়, দর্শকদের দিকেও সমানভাবে খেয়াল রাখেন। ভক্তদের মাঝে একজন মহিলা তার গান শুনে রীতিমতো কান্না করে ফেলেন। সেই আবেগঘন ভিডিয়ো এবার প্রকাশ্যে। এক ভক্তকে দর্শকাসনে বসে কাঁদতে দেখে কী করলেন শিল্পী?
সেই মহিলা ভক্তটির নাম হল আরতি ক্ষেত্রপাল। অরিজিৎ সিং (Arijit Singh) এর পারফরম্যান্স দেখে নিজের আবেগ কোনোভাবেই ধরে রাখতে পারেননি তিনি এবং সেই কারণেই সর্বসমক্ষে কেঁদে ফেলেন। হাজারও মানুষের ভিড়ে অরিজিতের চোখ পড়ে তাঁর উপর। কি এমন করলেন অরিজিৎ যার জন্য বিশ্ববাসীর মনে জায়গা করে নিলেন তিনি?
আরো পড়ুন: উত্তরপ্রদেশে রেল ইঞ্জিন বিকল, নিজেরাই ঠেলে সরালেন রেলকর্মীরা, দেখুন ভাইরাল ভিডিও
ভিডিওতে এমন একটি মুহূর্ত ধরা পড়েছে যা সত্যি হৃদয়কে কাঁদিয়ে দেয়। সেই মহিলা ভক্তকে কাঁদতে দেখে গান থামিয়ে দেন অরিজিৎ সিং (Arijit Singh)। শিল্পীর কণ্ঠে রোম্যান্টিক গান শুনে পুরনো সম্পর্কের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন। অরিজিৎ সিং মঞ্চ থেকে তার দিকে তাকালে তিনি যেন আরো বেশি ভেঙে পড়েন। মঞ্চের উপর বসে পড়েছেন তখন অরিজিৎ। এরপর ‘লাপাতা লেডিজ’-এর ‘সজনি’ গানটি গেয়ে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় ভক্তকে। আবার মঞ্চে উঠে দাঁড়িয়ে ইশারায় সেই ভক্তকে চোখের জল মুছতে বলেন অরিজিৎ সিং।
ভক্তদের মুগ্ধ করার জন্য অরিজিতের এই কাজটুকুই ছিল যথেষ্ট। পরবর্তীকালে এই ভক্ত গল্পটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে সেই ভক্ত আরও শেয়ার করে বলেছেন যে অরিজিতের গান শুনে নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা মনে পড়ে যায় তার। তিনি কাঁদতে শুরু করেন। সেই সময় অরিজিৎ তাঁকে সান্ত্বনা দেন। ক্ষমা করে দিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথাও তিনি বলেন। ভক্তটির কথায় এই কনসার্টটি তার কাছে রীতিমতো ঈশ্বরের দান। তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর প্রাক্তন জীবনের বড় শিক্ষা এবং অরিজিৎ-এর মনের জোর হল উত্তর।