Viral Video of Bridge: নদীর জলে ভাসছে সেতু, তার উপর দিয়েই ছুটছে গাড়ি! ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

A video of a floating bridge over a river in China has gone viral: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও ( Viral Video of Bridge)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চীনের একটি শহরে নদীর উপর দিয়ে একটি ভাসমান রাস্তা নির্মিত হয়েছে। রাস্তাটিতে দিব্যি চলছে গাড়িগুলি। ট্রাফিক জ্যাম তো দূরের কথা, কোনও বাধা-বিপত্তি নেই। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই এই রাস্তাটিকে প্রযুক্তির নতুনত্ব হিসেবে অভিহিত করছেন। আবার অনেকেই মনে করছেন, এটি চীনের দূরদর্শিতার পরিচয়।

Advertisements

চীন দেশ আমাদের কাছে অপরিচিত হলেও সেই দেশের নানা রকম বিষয়গুলো সহজেই কিন্তু আমাদের মন কেড়ে নেয়। সেরকমই একটি অদ্ভুত বিষয় তুলে ধরা হয়েছে আজকে প্রতিবেদনে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি Civilsmarts.com নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। পেজটি সবসময় কিছু অত্যাধুনিক প্রযুক্তির ভিডিও শেয়ার করে থাকে। এবার সেই পেজ থেকে চীনের ভাসমান রাস্তার অসামান্য ভিডিয়োটি ( Viral Video of Bridge) শেয়ার করা হয়েছে। রাস্তাটি যেন জলের উপর ভেসে রয়েছে এবং তার ওপর দিয়ে সারি সারি গাড়ি যাতায়াত করছে অবলীলায়।

Advertisements

সবার মনেই এক প্রশ্ন এমন অদ্ভুত রাস্তা কোন দেশে অবস্থিত? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একজন লিখেছেন, এই ভাসমান রাস্তাটি নির্মিত হয়েছে দক্ষিণ পশ্চিম চিনের হুবেই প্রদেশের জ়ুয়ানেন কাউন্টিতে। সেখানে শিজিগুয়ান প্রাকৃতিক উদ্যানের ‘স্বপ্নের দীর্ঘ সেতু’ নামে পরিচিত রাস্তাটি। সেতুটি কিংজ়িয়াং নদী পর্যন্ত বিস্তৃত। রাস্তাটি সত্যিই যেন কোন স্বপ্নের রাস্তা। আশা করি এমন রাস্তা কেউ চোখে দেখেছেন কিনা সন্দেহ। ভিডিওটি (Viral Video of Bridge) সত্যি অবাক করে দেবে মানুষকে।

Advertisements

সেই ব্যক্তি এই রাস্তাটি সম্পর্কে আরো বলেন যে, এটি ১,৬৪০ ফুট (৫০০ মিটার) দীর্ঘ এবং ৪.৫ মিটার (১৫’) চওড়া। এই রাস্তাটি চমকপ্রদ ঘূর্ণায়মান ফিরোজা নদীর উপর নির্মিত, যেখানে জলের গভীরতা ৬০ মিটার। সবথেকে আশ্চর্যের বিষয় হলো নদীর ওপর এই সেতুটির জন্য কোন রকম ঢেউ সৃষ্টি হয় না নদীতে। ২০১৬ সালের ১ মে এই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

ভিডিয়োটি (Viral Video of Bridge) ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল এপ্রিল মাসের শেষের দিকে। ভিডিয়োর ভিউ ছাড়িয়ে যায় কয়েক লাখ। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় 8 লাখেরও বেশি।

Advertisements