Viral Video: সকলেরই কমবেশি স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছা থাকে। জীবনের যত বড় স্বপ্ন দেখুক না কেন নিজের একটা বাড়ি হবে সেটা সবাই চায়। আর সেই স্বপ্নের বাড়ি বানানোর জন্য দিনরাত পরিশ্রম করে মানুষ। নিজের জমানো অর্থ দিয়ে একটু একটু করে নিজের পছন্দের বাড়ি তৈরি করে। তবে যদি পছন্দের বাড়িটি কম মূল্যে পাওয়া সম্ভব হয়, তবে কেমন হবে বলুন তো? বিষয়টা উড়িয়ে দেওয়ার মত নয়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওর (Viral Video) মাধ্যমে এমনই এক আশ্চর্য ঘটনা উঠে এসেছে।
হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের অদ্ভুত ঘটনা জানা যায়। বর্তমান যুগে মানুষ একে অপরের সঙ্গে মুখ দেখাদেখি কম, বরং চ্যাটিং বেশি করে। তীক্ষ্ণ চোখ দুটি সর্বদাই প্রায় সোশ্যাল মিডিয়া নিউজফিডে থাকে। আর এই নিউজফিড স্ক্রোল করতে করতেই উঠে এসেছে এক অদ্ভুত ভাইরাল ভিডিও (Viral Video)। যেখানে শোনা যাচ্ছে এক ব্যক্তি ২ কোটি টাকার বাড়ি মাত্র ২০ লক্ষ টাকায় কিনতে পেরেছেন। লটারি পেয়েছে এটাই মনে হচ্ছে তো? একপ্রকার লটারি পেলেও এই লটারির মধ্যেই রয়েছে এক রহস্যর গন্ধ।
সম্প্রতি তিনি এক বিরাট অট্টালিকার মত বাড়ি মাত্র ২০ লক্ষ টাকায় কেনেন। আর সেই বাড়ির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই ভিডিওতে ব্যক্তিটি ছাড়াও তার অন্যান্য সদস্যদের দেখা যাচ্ছে। তবে তার বাড়ির মধ্যে রাতের বেলা যে সমস্ত কার্যকলাপ ঘটেছে তা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। আর সেই জন্যই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন:OYO Room Booking: অবিবাহিতদের মধ্যেই OYO এর চাহিদা তুঙ্গে, চমকে উঠবেন ভারতের এই শহরের বুকিং শুনলে
ব্যক্তির ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাতের বেলা ভুতুড়ে কান্ড হচ্ছে সেই বাড়ির ভেতর। তিনি বলেন যে রাত হলে ঘরের আলো পাখা সব আপনাআপনি নিভে যায়। আবার কখনো কখনো জ্বলে ওঠে। জামাকাপড়ের ইস্ত্রী অটোমেটিক গরম হয়ে ওঠে। চারিদিকে অদ্ভুত শব্দ শোনা যায়। হয়তো এই বাড়িতে ভূতের বাস বলেই ২ কোটির অট্টালিকার মত বাড়ি মাত্র কুড়ি লক্ষ টাকায় বিক্রি করে দেন বাড়ির প্রাক্তন মালিক।
ঘটনাটি শুনে নেটিজেনদের গায়ের রোম খাড়া হয়ে ওঠে। তবে সকলেই যে বিশ্বাস করেন তা নয়। বেশ কিছু নেটিজেনরাই এই ভাইরাল ভিডিও (Viral Video) নিয়ে হাসাহাসি করেন। তারা বলেন যে নিজেদেরকে ভাইরাল করার জন্যই নিছক একটা মিথ্যে ঘটনার সাজিয়ে নকল ভিডিও বানানো হয়েছে। তবে অনেকেই কিন্তু এই ঘটনা বিশ্বাস করেছেন।