The video of this city’s innovative initiative to save pedestrians from the heat has gone viral: গরমের দাপটে নাজেহাল অবস্থা সমগ্র ভারতবাসীর। তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছে না কেউ। কাজের প্রয়োজনে যাদের রাস্তায় বেরোতে হচ্ছে তাদের অবস্থা খুবই খারাপ। গরম থেকে বাঁচার জন্য নিজেদের মতন করে উপায় বের করার চেষ্টা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে পুদুচেরি প্রশাসন নিল এক অভিনব উদ্যোগ। পথযাত্রীদের স্বস্তি দিতে পুদুচেরি পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি আকর্ষণীয় পদ্ধতি অবলম্বন করা হয়েছে। একটি ভিডিওর (Viral Video) মাধ্যমে বিষয়টি সামনে এসেছে সকলের।
সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক স্কুটি বা পথচারীদের জন্য কৃত্রিম ছায়ার ব্যবস্থা করেছে পুদুচেরি প্রশাসন। পিডব্লিউডি মোড়ে, ট্রাফিকের কাছে রাস্তার উপর সবুজ রঙের শেডের ব্যবস্থা করা হয়েছে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা পথযাত্রীরা ওই সেডের নিচে দাঁড়িয়ে একটু হলেও স্বস্তি পাবেন। সেখানকার এক স্থানীয় বাসিন্দা, ভিডিও করে পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। ভিডিওটি (Viral Video) পোস্ট হতেই ব্যাপকভাবে ভাইরাল হয় সমগ্র বিশ্বজুড়ে।
একজন জনৈক ব্যাক্তি তার সোশ্যাল মিডিয়া এক্সের প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও (Viral Video) শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি সবুজ শেডের তলায় দাঁড়িয়ে রয়েছেন এবং অপেক্ষা করছেন সিগন্যালের লাল রং পরিবর্তন হওয়ার। মাথার উপরের সবুজ শেডটি পরিষ্কার বোঝা যাচ্ছে ভিডিওটিতে। রোদের প্রখর তাপের মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন রাস্তার উপর তৈরি করা এই কৃত্রিম শেড মানুষকে অনেকটাই স্বস্তি দিতে পেরেছে।
আরও পড়ুন ? Viral Video: ডিভোর্স হয়েছে মেয়ের, ঢোল বাজিয়ে ঘরে ফিরিয়ে আনলেন বাবা! পিছনে রয়েছে প্রশংসনীয় কারণ
ভিডিওটি (Viral Video) প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ইতিমধ্যেই ভিডিওটির ভিউয়ারসের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। পুদুচেরি প্রশাসনের এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বেশিরভাগ ইউজাররাই বলেছেন, বিষয়টি খুবই আনন্দদায়ক। খুব সহজভাবে মানুষকে স্বস্তি দেওয়ার উপায় বার করেছে প্রশাসন। তবে কিছু মানুষ জানিয়েছেন এই ঘটনা আজ প্রথম নয়, গত ১০ বছর ধরে একইভাবে মানুষকে সাহায্য করে আসছে প্রশাসন।
?.. ஆஹா அருமை
. .. பாண்டிச்சேரி ஆளுங்க குடுத்துவச்சவங்கப்பா.. ? pic.twitter.com/jKeBNlywMu— Jayaramachandran மோடி ஜி யின் குடும்பம் ?? (@Jayaram9942Blr) May 1, 2024
ভিডিওটি (Viral Video) প্রচুর পরিমাণে লাইকও পেয়েছে। বহু ইউজার নিজেদের অ্যাকাউন্টে ভিডিওটিকে শেয়ার করেছেন, সেভও করেছেন অনেকে। ফলে ভিডিওটির ভিউয়ার্স মুহূর্তের মধ্যে বেড়েই চলেছে। তামিলের নিকটবর্তী পুদুচেরি রাজ্যের পুন্ডুচেরি শহরে ঘটেছে এই ঘটনাটি। শহরটি ১৯৫৪ সাল অব্দি ফরাসি উপনিবেশ হিসেবে পরিচিত ছিল। তারপর সবচেয়ে জনবহুল শহর হিসেবে পরিচিতি হয় শহরটি। তামিলনাড়ুর নিকটবর্তী এই শহরের সংস্কৃতি, ভাষা সবকিছুই তামিলনাড়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।