Train Viral Video: দুখন্ড হয়ে গেল ট্রেন, পড়ে রইল ৮টি কোচ, ভারতীয় রেলের নতুন কীর্তির ভিডিও

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ভারতীয় রেলকে (Indian Railways) ভারতীয় নাগরিকদের গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। তবে ইদানিংকালে এই রেল পরিষেবায় একের পর এক যেভাবে দুর্ঘটনা দেখা যাচ্ছে তাতে তা সাধারণ মানুষদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসবের মধ্যেই নতুন এক কীর্তি দেখা গেল ভারতীয় রেলের, আর সেই কীর্তি অনুযায়ী ৮টি কোচ ফেলে রেখেই ট্রেন ছুটল আপন মনে। যে ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Train Viral Video)।

Advertisements

গোটা একটি ট্রেন দুখন্ড হয়ে গিয়ে এইভাবে একখণ্ডকে ফেলে রেখে আরেক খন্ড ছুটে যাওয়ার ঘটনায় বড়সড়ো বিপত্তি ঘটতে পারতো। যদিও সেই বড়সড় বিপত্তি থেকে রক্ষা পায়। অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও এই ঘটনাকে নিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে দেশজুড়ে। রবিবার কিষাণ এক্সপ্রেস ট্রেনের কাপলিং খুলে এমন ঘটনা ঘটে।

Advertisements

কিষাণ এক্সপ্রেস ট্রেনের কাপলিং খুলে যাওয়ার পর দেখা যায় ট্রেনের ৮টি কামরা খুলে যাওয়ার পর ট্রেনটি আপন মনে ছুটতে থাকে। কিছুদূর যাওয়ার পর ঘটনার কথা জানতে পেরে ট্রেনটি থেমে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। তবে এমন ঘটনায় কেউ হতাহত হননি। এমন ঘটনাটি ঘটে একেবারে ভোররাতে।

Advertisements

আরও পড়ুন : Manu Bhaker Net Worth: মনু ভাকের বর্তমানে কত সম্পত্তি মালকিন জানেন? তাক লেগে যাবে শুনলে

উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে ভোর চারটে নাগাদ এমন ঘটনা ঘটে। ফিরোজপুর থেকে ধানবাদের উদ্দেশ্যে ওই কিষাণ এক্সপ্রেস ট্রেনটি রওনা দিয়েছিল। ট্রেনটি ১০ থেকে ১২ টি কোচ নিয়ে রওনা দিয়েছিল। তবে উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে এসে আটটি কামরা ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ইঞ্জিন ও অন্যান্য কামরা থেকে ওই আটটি কামরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর কিছুদূর যায় এবং তারপর থমকে যায়।

জানা গিয়েছে, ওই ট্রেনটিতে প্রচুর পরীক্ষার্থী ছিলেন। এক্ষেত্রে ট্রেনটি এমন ঘটনার কবলে পড়লে তাদের মধ্যে আতঙ্ক শুরু হয় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে। তবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পুলিশের তরফ থেকে বাসের ব্যবস্থা করা হয় এবং তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর বন্দোবস্ত করা হয়। রিলে তোর থেকে বিষয়টি নিয়ে জানানো হয়েছে, যান্ত্রিক কোনো ত্রুটি থাকার কারণেই এইভাবে ক্যাপলিং ভেঙে এমন ঘটনা ঘটে। তবে এবারও এই ধরনের ঘটনায় রেল যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরা।

Advertisements