Viral Kids Party: মানবিক বড়লোক! গাড়ির কাঁচ পরিষ্কার করতে আসা খুদেদের পেট পুরে খাওয়ালেন পাঁচতারা হোটেলে

Prosun Kanti Das

Published on:

Video of the party in a five-star hotel of Car cleaning kids gone viral: বর্তমান ডিজিটাল যুগে অনেক কিছুই আমাদের চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম খবর এক নিমেষেই আমাদের চোখের সামনে আসে। একদল বাচ্চা এক ব্যক্তির গাড়ির কাছে জানলা পরিষ্কার করতে আসে। তখনও কি তারা জানত লোকটি তাদের একটি বিলাসবহুল হোটেলে নিয়ে যাবে? লোকটি তাদের সঙ্গে খাবে রাতের খাবার। লোকটির শেয়ার করা ভিডিয়ো ভাইরাল (Viral Kids Party) হয়ে গিয়েছে একঝলকে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কাওয়ালজিৎ সিং। বহু মানুষের ভালোবাসা পেয়েছে এই ভিডিওটি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ট্র্যাফিক লাইটে কিছু আটকে থাকা বাচ্চা ৫ স্টার হোটেলের কাছে খাবারের জন্য গাড়ি পরিষ্কার করছিল। টাকা দেওয়ার পরিবর্তে ওই ব্যক্তি তাদের গাড়িতে আমন্ত্রণ জানান। সঙ্গে নিয়ে যাওয়াতে তারা অবাক হয়েছিল অবশ্যই। রাতের খাবারের জন্য একটি পাঁচ তার হোটেলে তাদের জন্য এটি প্রথম যাওয়া(Viral Kids Party)।

ব্যক্তিটি আরও শেয়ার করে বলেন, একসঙ্গে বসে ফাইভ স্টারে বসে খাওয়া সত্যি তাদের কাছে স্বপ্নের মত ছিল(Viral Kids Party)। তাদের সেই খুশি তিনি একেবারে কাছ থেকে দেখেছেন। তারা যেভাবে অভিনব খাবার উপভোগ করছিল দেখার পর ব্যক্তিটির হৃদয় স্পর্শ করেছে। শিশুরা শতবার ধন্যবাদ জানায় এবং এই পুরো অভিজ্ঞতাটিকে গভীরভাবে আবেগপ্রবণ করে তুলেছিল।

আরও পড়ুন 👉 কৃষ্ণনামে বুঁদ এ আর রহমান! ভিডিও ভাইরাল হতে অতীত ‘লৌহ কপাট’ বিতর্ক

নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরো শেয়ার করেন যে, শিশুদের সাহায্য করতে পারার জন্য তিনি কৃতজ্ঞ বোধ করেছেন। এই ধরনের অপ্রত্যাশিত, হৃদয়গ্রাহী মুহূর্তগুলি তৈরি করতে পারা তার জীবনের সবথেকে বড় পাওয়া। জীবনের সৌন্দর্য তখনই পরিপূর্ণ হয় যখন তা অন্যদের জন্য স্বপ্নগুলিকে ভাগ করে নেওয়া যায়। ভিডিয়োতে (Viral Kids Party)আমরা দেখতে পাবো কাওয়ালজিৎ সিং বাচ্চাদের গাড়িতে তুলে নিয়ে একটি হোটেলে স্বাগত জানাচ্ছেন। গন্তব্যে পৌঁছানোর পর বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে দেখা যায়। ভাইরাল এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে মাত্র কয়েকদিন আগে। এই পোস্টটি শেয়ার করার পর ৪০ মিলিয়নেরও বেশি ভিউ এবং চার মিলিয়নেরও বেশি লাইক অর্জন করেছে। এমনকি অনেকে তাদের প্রতিক্রিয়া জানাতে পোস্টের মন্তব্য বিভাগে গিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিয়োটি রীতিমতো কমেন্টের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। একজন ব্যক্তি লিখেছেন, এরকম কাজকে বড় স্যালুট ভাই। আবার অন্য একজন শেয়ার করলেন, খুবই ভালো কাজ, স্যার। তৃতীয় আরেক ব্যক্তি পোস্ট করেছেন ভালো কাজ চালিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য এবং সুখ দিন। এভাবেই সবার কাছ থেকে তিনি প্রশংসা কুড়িয়েছেন।